1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাঁশখালীতে রাতের আঁধারে জোরপূর্বক বসতভিটা দখলের অভিযোগ ঈদগাঁওয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবিদ্বারে মোহনপুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় তীব্র শীতে কাঁপছে মানুষ! ভীড় বাড়ছে পুরাতন গরম কাপড়ের দোকানে ফুলছড়িতে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত  উত্তরায় ২০০ ছিন্নমূল মানুষকে কম্বল দিল পথশিশু ফাউন্ডেশন ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবীতে ছাত্র জনতার বিশাল মানববন্ধন আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

ফুলছড়িতে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১১ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

মানুষ-হাতি সংঘাত প্রশমনে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা বৃদ্ধি ও বন্যপ্রাণীদ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।

 

৬ জানুয়ারি ( মঙ্গলবার)  দুপুরে কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও উপজেলার

ফুলছড়ি রেঞ্জে অনুষ্ঠিত সভায়  জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও বাস্তবায়ন করা হয়।

 

সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশিক আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মার্তা মীর কামরুজ্জামান কবির। এসময় তিনি বলেন,বন্যপ্রাণী  ও বন্যহাতি সংরক্ষণ  আমাদের  নৈতিক দায়িত্ব । নির্বিচারে বন্য প্রাণী  হত্যা, ধরা এবং শিকার করা যাবে না। বন্য হাতিদের আঘাত করে নিধন করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব  ফেলবে।

 

বিশেষ অতিথি ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের পক্ষ থেকে বন্য হাতি রক্ষাকল্পে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

আমরা ইতোমধ্যে হাতি বিচরণ করে এমন এলাকায় মাইকিং করেছি। জনগণকে  সচেতনতার লক্ষে লিফলেট বিতরণ করছি। বিভিন্ন সভার আয়োজন করে স্থানীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে জনগণকে বন্য হাতি সংরক্ষণে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে।

 

সভাপতির বক্তব্য সহকারী বন সংরক্ষক মোঃ রাশিক আহসান বলেন, সামাজিকভাবে আমাদের সচেতন হয়ে মানুষ ও হাতি সংঘাত প্রশমন এবং বন্য প্রাণী রক্ষায় এগিয়ে আসতে হবে। বন্যহাতি লোকালয়ে চলে আসলে বন বিভাগকে অবগত করুন, তবুও যেন হাতিকে আক্রমণ  করা না হয়। বন্যহাতি কর্তৃক কারো প্রাণহানি ঘটলে অথবা  কারো ফসল নষ্ট করলে বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশের ভারসাম্য রক্ষাসহ পরবর্তী প্রজন্মকে টেকসই বন উপহার দিতে আমরা বন্যহাতি রক্ষার পাশাপাশি সমস্ত বন্যপ্রাণী রক্ষায় স্বতঃস্ফূর্ত  অবদান রাখতে পারবো।

 

এদিকে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, ফুলছড়ি বিট কর্মকর্তা লিটন চন্দ্র সিং, খুটাখালী বিট কর্মকর্তা নামজুল ইসলাম, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বনবিভাগের ফরেস্টার, হেডম্যানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের চেকগ্রহণকারী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে হাতির আক্রমনে আহত, নিহত ও ফসল ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে চেক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net