সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ পারভীন নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক পারভিন আকতার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা হাছিনা পাহাড় গ্রামের জাফর আলমের স্ত্রী।
বৃহষ্পতিবার (১ জানুয়ারী) বিকেলে মদ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
পুলিশ সূত্র জানায়, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাদিতলা হাছিনা পাড়ায় গতকাল বুধবার রাত ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করে চোলাই মদসহ পারভিনকে আটক করা হয়। সে মাদক কারবারিদের কাছে বিক্রির উদ্দেশ্যে ২০শ লিটার দেশীয় মদ মজুদ রেখেছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যান্যরা পালিয়ে গেলেও অভিযানে আটক হয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ঐ নারী। সে তালিকাভুক্ত একাধিক মামলার আসামী।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। ঈদগাঁওতে মাদক কারবারিদের তৎপরতা কমাতে এ অভিযান অব্যাহত থাকবে। আটক নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।