এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন,বিগত ১৭ বছর শুধু নির্যাতন আর নিপীড়নের রাজনীতি ছিল,তার বলি হয়েছে বিএনপি নেতা কর্মী।আর বাংলাদেশে শহীদ জিয়ার পরিবারের চাইতে নির্যাতিত পরিবার আর নেই।আমাদের লিডার তারেক রহমান বাবা হারিয়েছেন মা হারিয়েছেন ভাই হারিয়েছেন। আমাদের আপোষহীন দেশনেত্রীকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে।ফলশ্রুতিতে দেশনেত্রী দেশের মানুষের ভালোবাসা আর সম্মান নিয়ে চিরশায়িত হয়েছেন। যা বাংলাদেশ তথা বিশ্বের জন্য ইতিহাস হয়েছে।
সোমবার রাতে লাকসাম উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আরও বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ শুরু করেন। পরবর্তী সময়ে দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন তিনি।লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. নুরুলউল্লাহ রায়হান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, মাহবুবুর রহমান মানিকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আলোচনার শেষে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।