ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল ইসলাম
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, । বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলমান সহ সব ধর্মের লোকেদের নিয়ে সৌহার্দের একটা বাংলাদেশ গড়বো। আমরা কোন হিন্দু ভাইদের ক্ষতি হতে দেবোনা। আমরা কোন নিরপরাধ আওয়ামীলীগ কর্মীকে হয়রানীর শিকার হতে দেবোনা। তাই আমাকে হিন্দু ও আওয়ামী লীগের দালাল বলে। যে যাই বলুক, আমি বলবো ধর্ম যার যার রাষ্ট্র সবার।
শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া ইউনুসের মিলচাতালে, ঢোলর হাট ইউনিয়নের বড়ধাম এলাকায়, আকচা ইউনিয়নে, চিলারং ইউনিয়নের মানু বাবুর মন্দির, আখানগর ইউনিয়নের পাহাড়ভাঙ্গা হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় তিনি জামায়াতে ইসলামীর প্রতি অভিযোগ করে বলেন, তারা জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। তারা ধর্মকে পুজি করে তাদের স্বার্থ হাসিল করার পায়তারা করছে। ইসলাম কি তাদের একার নাকি। শুনেছি বিভিন্ন জায়গায় তারা ভোটারদের বিকাশ নম্বর সহ বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়ে ভোট কিনতে চাইছে। জামায়াতে ইসলাম মুখে অনেক কথাই বলছে, কিন্তু বাস্তবতার সাথে তাদের সেসব কথার কোন মিল নেই। বিএনপি ক্ষমতায় গেলে রাসূলউল্লাহর দেখানো পথে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে।
মির্জা আলমগীর বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের উন্নয়নে অনেকগুলি পরিকল্পনা নিয়েছেন। আমাদের কৃষকরা সব সময় অবহেলিত হয়। আমাদের যেসব কৃষকদের দশ হাজার টাকার কৃষি ঋণ রয়েছে তাদের সেসব ঋণ আমরা সুদ সহ মওকুফ করবো। আমাদের গ্রামীণ মা বোনেরা অনেক কষ্ট করে পরিবার পরিচালনা করে। আমাদের সেসব মা বোনেদের যাদের এনজিও ঋণ রয়েছে,আমরা সেসব ঋণও মওকুফ করে দেবো।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আল্লাহ কোন সীমা লঙ্ঘণকারীকে পছন্দ করেনা। তারা তাদের সীমা অতিক্রম করে ফেলেছিলো। শেখ হাসিনা বলেছিলো তারা দেশ ছেড়ে পালায়না। অথচো শেখ হাসিনাকেই আজ দেশ ছেড়ে পালিয়েছে।
এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদিন থেকে আপনাদের সাথে নির্বাচন করেছি কখনো জিতেছে কখনো হেরেছি, আপনাদের ছেড়ে যাইনি, কারো কোন কাজ করে দিয়ে একটা টাকাও নেই নি, এক কাপ চাও খাইনি, বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি, তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন আর ধানের শীষে ভোট দেবেন।
নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।