সেলিম উদ্দিন, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওয়ে আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সাজেদ সুলতান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ব্র্যাক ব্যাংক ম্যানেজার আহমদ সামশেদ সুলতান শৈবাল। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান নওরিন আজম তামান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক আবু তাহের, শিক্ষক সুলতান আহমেদ, মোহাম্মদ আলী, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, শিক্ষক আমান উল্লাহ আমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালেহা খানম শেলী এবং ক্রীড়াবিদ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষক গিয়াস উদ্দিন, বেবী আক্তার, নাজনীন আহমেদ দোলন, সিরাজুল মোরসেলিন রুপা, ইয়াছির সুলতান হাফেজ, গিয়াস উদ্দিন কাদের, তওসিফুর রহমান, আকিব মোস্তফা, আয়েশা আক্তার ও উম্মে সালমা শিমু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য—কারণ একজন সৎ ও আদর্শ মানুষই দেশের সবচেয়ে বড় সম্পদ।
এসময় তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার শহীদ উল্লাহর ভূয়সী প্রশংসা করে বলেন, সুদূর প্রবাসে থেকেও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীর কথা চিন্তা করে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যা সত্যিকারের দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত। এ সময় তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
৩১/১/২০২৬ খ্রি.