1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রের মাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুলের পরিচালক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য যুব র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সমিতির বিজয় দিবস উদযাপন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়াকে সংবর্ধনা মহান বিজয় দিবস আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব)এর শ্রদ্ধা নিবেদন চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর কমিটি গঠন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে নবীনগরে আলোচনা সভা ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

ছাত্রের মাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুলের পরিচালক

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২০৫ বার

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রের মাকে ধর্ষণের অভিযোগে মো. আমিনুল ইসলাম মানিক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে মানিকের বিরুদ্ধে মামলা করেন। এরপর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আজ সোমবার দুপুরে মানিককে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমিনুল ইসলাম মানিক উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক।

মামলার বরাত দিয়ে এসআই মো. হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগী নারীর ছেলে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া-আসা করতেন ওই নারী। এর মধ্যে মানিকের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে, মানিক ওই নারীর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন। এক পর্যায়ে ওই নারী মানিকের সঙ্গে দেখা করতে যান। তখন তার ইচ্ছের বিরুদ্ধে মানিক শারীরিক সম্পর্ক করেন। তখন কৌশলে মানিক ওই নারীর আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করতেন। এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি ধামাচাপা দিতে মানিক ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি সরল বিশ্বাসে তার গর্ভের সন্তান নষ্ট করতে রাজি হন। এরই মধ্যে বিষয়টি স্থানীয়ভাবে প্রকাশ পায়। এতে ওই নারীর স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে তাড়িয়ে দেন।

অপরদিকে, মানিক ওই নারীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। এরপর ভুক্তভোগী নারী কোনো উপায় না পেয়ে মানিকের বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net