1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শপথ অনুষ্ঠানে কাঁদলেন তিতাসের জামায়াতের নবনির্বাচিত আমির ইঞ্জি.শামীম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ফখরুলের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের বৈঠক ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

শপথ অনুষ্ঠানে কাঁদলেন তিতাসের জামায়াতের নবনির্বাচিত আমির ইঞ্জি.শামীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা তিতাস উপজেলার নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে তিতাস উপজেলার বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আমির অধ্যাপক আব্দুল মতিন। এসময় তিতাস উপজেলার আমিরের দায়িত্ব পাওয়ায় শপথের সময় আবেগে আপ্লুত হয়ে কেঁদে দেন নবনির্বাচিত আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।

অনুষ্ঠানে তিতাস উপজেলা জামায়াত ইসলামীর নবনির্বাচিত আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার ও কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ। এসময় তিতাস উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সালাউদ্দিন সরকার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহালুল, হোমনা উপজেলা জামায়াতের আমীর সাইদুল হক, কুমিল্লা পশ্চিম শিবির সভাপতি জিসান প্রধান, জিয়ারকান্দি মাদ্রাসার অধ্যক্ষ আহসান উল্লাহ মজুমদার, মো. গোলাম মোস্তফা, গাজীপুর আজিজিয়া মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো: আব্দুর রউফ, মোশাররফ হোসেন মুন্সিসহ, আবু ইউসুফ, ছিদ্দিকুর রহমান ও ইয়াসিন মেম্বার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ছবির হোসেনসহ জামায়াতে ইসলামীর কয়েক শতাধিক নেতাকর্মী।

শপথ গ্রহণ শেষে তিতাস উপজেলার জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, ‘শপথের মাধ্যমে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই।’ একই সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এক সম্মেলনে মাধ্যমে ২০২৫-২৬ কার্যকালের বিভিন্ন উপজেলার আমিরদের নাম ঘোষণা করেন জেলা কমিটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net