চেক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে আলমগীর কবির ওরফে লুঙ্গি আলম এর বিরুদ্ধে ঢাকার সি এম এম কোর্টে আইসিএল গ্রুপের এমডি এইচ এন এম শফিকুর রহমান বাদী হয়ে ৭২ কোটি টাকা ও ইতিপূর্বে একই আদালতে আরো ৬৬ কোটি টাকার ২টি মামলা করা হয়েছে। সব মিলিয়ে ১৩৮ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে।
আদালত মামলাগুলো আমলে নিয়ে বিবাদী লুঙ্গি আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মামলার বিবরণী জানা যায় – আলমগীর কবির মজুমদার ওরফে লুঙ্গি আলম আইসিএল গ্রুপের কুমিল্লা অঞ্চলের সকল আমানতকারীদের আমানত পরিশোধের লক্ষ্যে সকল জমি তাকে পাওয়ার দেওয়া হয়েছিল। আমানতকারীদের টাকা না দিয়ে সে উক্ত জমি নিজে আত্মসাৎ করে ভুয়া রিসিট দিয়ে আই সি এল কে প্রদান করে। এই জালিয়াতি ধরা পরার পর অনেক গণ্যমান্য ব্যক্তিদের দরবারের রায়ে চুক্তির মাধ্যমে উক্ত চেকগুলো প্রদান করে।
উক্ত চুক্তির মাধ্যমে চেকগুলো ব্যাংকে জমা দিলে চেক ডিজওনার হয়, তারই পরিপ্রেক্ষিতে উকিল নোটিশ পাঠানো হলে পরবর্তীতে কোন ধরনের সূরাহা না হওয়ায় বাদী মামলা করতে বাধ্য হয়।