মাগুরায় দুদকের পিপিকে সংবর্ধনা প্রদান করলো শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা:
মাগুরায় দূর্নীতি দমন কমিশন (দুদকের) পিপি অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় করেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ।
২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে মাগুরার কুতি সন্তান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ও দূর্নীতি দমন কমিশনের পাপলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে কলেজের শিক্ষক -কর্মচারীদের নিয়ে অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
অধ্যাপক ডক্টর আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ নাসিরুল ইসলাম, অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, অধ্যাপক হারুনার রশিদ,অধ্যাপক মোঃ শফিকুল ইসলামসহ অন্যরা।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন -আমি এই কলেজেরই ছাত্র ছিলাম,এই কলেজ না হলে হয়তো আমি এই পর্যন্ত যেতে পারতাম না। আপনাদের সবার কাছে দোয়া চাই আমি যেন নিষ্ঠার সাথে সততার সাথে, যোগ্যতার সাথে, আমার অর্পিত দ্বায়িত্ব ঠিকমত পালন করতে পারি।