মো.শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনারগাঁ সরকারি কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য মাওলানা আব্দুল জব্বার। বক্তব্যে তিনি বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী সময়ের মূল্য না দেওয়ার কারণে পিছিয়ে গেছে। কলেজের দুই বছরকে যারা গুরুত্ব দেবে, তাদের ভবিষ্যৎই হবে সম্ভাবনাময়।মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করবে না, আমরা মোবাইল নিয়ন্ত্রণ করব।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি তখনই টিকে থাকা উচিত যখন ছাত্ররা নিজেকে নিরাপদ মনে করবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি প্রধান মেহমান ছিলেন নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আগের তুলনায় শান্ত ও স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা হাফেজ ইউসুফ ইসলাহী। তিনি বলেন, গত পনের বছরে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীরা প্রকৃত মেধা বিকাশের সুযোগ পায়নি। তাঁর দাবি, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ছাত্রশিবির নিয়মিত কাজ করে যাচ্ছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, ফাতেমা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. আজগর আলী, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. আকরাম হোসাইন, জেলা সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, সোনারগাঁ ছাত্রীসংস্থার সভানেত্রী আছিয়া আক্তারসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের শেষ অংশে প্রায় ৮০০ শিক্ষার্থীর হাতে উপহার প্যাকেট তুলে দেওয়া হয় এবং শিশু শিল্পী রাশেদুল ইসলাম ইসলামী সংগীত পরিবেশন করেন।