1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ০ বার

ইব্রাহীম খলিল, নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সরিষা উৎপাদনে জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। উপজেলাজুড়ে প্রায় ৪ হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়ে থাকে।

 

এ মৌসুমে প্রথমবারের মতো উপজেলায় আবাদ হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উচ্চফলনশীল ও উন্নত জাতের বারি সরিষা–২০, যা কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দেশে ভোজ্যতেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবিত এ জাতটি স্বল্পমেয়াদি, উচ্চ ফলনশীল ও রোগ সহনশীল হওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বারি সরিষা–২০ এর জীবনকাল মাত্র ৮৫–৯০ দিন। আমন ধান কাটার পর পতিত জমিতে এ সরিষা চাষ করা সম্ভব হওয়ায় একই জমিতে বাড়তি ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

এই জাত থেকে প্রতি হেক্টরে গড়ে ২ থেকে ২.২ টন পর্যন্ত ফলন পাওয়া যায়, যা প্রচলিত অনেক জাতের তুলনায় ১৫–২০ শতাংশ বেশি। বীজে তেলের পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় বাজারেও এর চাহিদা ভালো। পাশাপাশি এটি লিফ ব্লাইটসহ বিভিন্ন সাধারণ রোগের বিরুদ্ধে সহনশীল এবং কম সেচে ভালো ফলন দিতে সক্ষম, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এটিকে আরও উপযোগী করে তুলেছে।

 

উপজেলায় প্রথমবারের মতো দশ বিঘা জমিতে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বারি সরিষা–২০ এর প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। মাঠ পর্যায়ে দেখা গেছে, বারি সরিষা–২০ গাছের উচ্চতা, শুঁটির সংখ্যা ও গাছের দৃঢ়তা অন্যান্য জাত যেমন বারি সরিষা–১৪, বারি সরিষা–১৭ ও বিনা সরিষা–৪ এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

 

বিটঘর ইউনিয়নের কৃষক সুমি আক্তার বলেন, উপজেলা কৃষি অফিস ও উপসহকারী কৃষি অফিসার মহিউদ্দিন রিপনের সহযোগিতায় তিনি এ জাতের প্রদর্শনী গ্রহণ করেন। মাঠের বর্তমান অবস্থা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও বীজ সংরক্ষণে আগ্রহ প্রকাশ করছেন। তিনি আশা করছেন, প্রতি বিঘায় প্রায় ৭ মণ ফলন পাওয়া যাবে।

 

উপসহকারী কৃষি অফিসার মহিউদ্দিন রিপন জানান, বারি সরিষা–২০ জাতের পরিচর্যা তুলনামূলক কম লাগে, গাছ শক্ত ও শুঁটির সংখ্যা বেশি হওয়ায় উৎপাদন খরচ কমে এবং লাভের সম্ভাবনা বেশি। আগামী মৌসুমে এ জাতের আবাদ আরও বাড়বে বলে তিনি আশাবাদী।

 

নবীনগর উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষকদের মধ্যে নতুন জাতের সরিষা সম্প্রসারণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে দশ বিঘায় আবাদ হলেও আগামী মৌসুমে ৫০০ বিঘা জমিতে বারি সরিষা–২০ সম্প্রসারণের লক্ষ্যে বীজ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, বারি সরিষা–২০ এর জমি পরিদর্শনে দেখা গেছে শুঁটির সংখ্যা অত্যন্ত সন্তোষজনক। রোগবালাই মুক্ত চাষ, সঠিক সার ব্যবস্থাপনা ও হালকা সেচ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ জাত দেশের ভোজ্যতেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মাঠ পর্যায়ে প্রদর্শনী প্লট স্থাপন, কৃষক প্রশিক্ষণ ও উন্নত বীজ সরবরাহের মাধ্যমে বারি সরিষা–২০ চাষে কৃষকদের উৎসাহিত করছে।

 

সংশ্লিষ্টদের আশা, এ জাতের আবাদ বৃদ্ধি পেলে দেশে ভোজ্যতেল আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net