1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিএনজি চালকদের উপহার সামগ্রী দিলো চবি ছাত্রদল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শুকরানা মিছিল চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক এলাকার বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা আবুল বশর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন) মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিল শুনানি কাল নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মমতাময়ী মা ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে নতুন অধ্যাদেশ জারি ১৬ মে শুরু হতে পারে আইপিএল নেতা কর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জামায়াত আমিরের চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবার আহ্বান প্রধান উপদেষ্টার

সিএনজি চালকদের উপহার সামগ্রী দিলো চবি ছাত্রদল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ১৭৬ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
অঘোষিত লকডাউনের কারণে আয়ের পথ বন্ধ হয়ে বিপাকে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের সিএনজি চালকদের উপহার সামগ্রী প্রদান করছে শাখা ছাত্রদল।

শনিবার (৯ মে) এই কার্যক্রম শুরু করে সংগঠনটি। যা ধারাবাহিকভাবে আরো তিনদিন চলবে। ইতোমধ্যে ৪০ টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ইফতার সামগ্রীসহ আসন্ন ইদের জন্য সেমাই সম্বলিত ‘উপহার সামগ্রী’ পৌঁছে দিয়েছে তারা। আগামী দুদিনের মধ্যে আরো ৬০ টি পরিবারের মাঝে এসব ‘উপহার সামগ্রী’ পৌঁছে দেয়া হবে জানোনা হয়।

শাখা ছাত্রদলের এসব কার্যক্রম বাস্তবায়নে বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ ও চবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহযোগিতা করছেন। এরমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম এর কন্যা, চবি আইন অনুষদের প্রাক্তন ছাত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা উল্লেখযোগ্য বলে জানানো হয়৷

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নিদের্শনায় এবং ছাত্রদল কোন্দ্রীয় সংসদের তত্বাবধানে কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী ছাত্রদলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অঘোষিত লকডাউনের শুরু থেকেই নানানভাবে সংকটাপন্ন মানুষের মাঝে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি আমরা চবি ছাত্রদল৷ “ভ্রাম্যমাণ নিমন্ত্রণ/দাওয়াত” নামে ব্যাচেলরদের জন্য খাবার সরবরাহ ও ছিন্নমূল মানুষেরদের জন্য প্রতিদিন খাবার বিতরণ, ইফতার বিতরণ, ক্যাম্পাসে ও শহরে সংকটাপন্ন পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া, ভ্রাম্যমাণ মেজবান সহ নানানভাবে আমরা চবি ছাত্রদল চেষ্টা করছি মামুষের পাশে দাঁড়ানোর জন্য। একইভাবে ক্যাম্পাসের দৈনিক বেতনে অস্থায়ী কর্মচারী, রিক্সাচালক ও হতদরিদ্র পরিবার এবং এতিমখানায় খাবার সরবরাহের পাশাপাশি এবার ক্যাম্পাস কেন্দ্রীক সিএনজি টেক্সি চালক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা চবি ছাত্রদল। প্রাথমিকভাবে ১০০ সিএনজি চালক ভাইদের ঘরে ঘরে আমরা উপহার সামগ্রী পৌঁছে দেয়ার পরিকল্পনা করেছি। ইতোমধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরে এবং রেলক্রসিং এলাকায় বসবাসরত ৪০টি পরিবারের মাঝে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি, আগামী ২ দিনের মধ্যে বাকি ৬০টি পরিবারেও আমাদের উপহার সামগ্রী পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। ”

এ সময় উপস্থিত ছিলেন, চবি ছাত্রদলের সহ সভাপতি মো. আলাউদ্দিন মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনদ্দীন আহমেদ সুমন, নুরুল আলম লিটন, মো. ইয়াসিন, জসিম উদ্দিন ও চবি ছাত্রদল নেতা অহিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net