1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের উদ্যোগে করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান কার্যক্রম উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে বাইট্টা জাফরের দোসররা ফের সক্রিয় হচ্ছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া জুটমিল ঐতিহ্যবাহী পরিত্যক্ত ধ্বংস অবস্থায় স্থাপনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে  নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের নারীদের জন্য ঘর সুন্দর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী সৈয়দপুরে আগুনে ২১ বসতঘরসহ  সর্বস্ব পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে: মজিবুর রহমান মঞ্জু অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের উদ্যোগে করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান কার্যক্রম উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১৭৭ বার

অশোক দাশ (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের সৌজন্যে করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ১২ মে সকাল সাড়ে দশটায় বিশেষায়িত প্রতিষ্ঠান বিআইটিআইডি হাসপাতালে চাহিদানুসারে প্রাথমিকভাবে দশটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার।
এ বিষয়ে আবুল খায়ের গ্রুপের সিনিয়র ম্যানেজার ইমরুল কাদের ভূঁইয়া বলেন, আবুল খায়ের গ্রুপ একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আমরা আমাদের নিজস্ব প্ল্যান থেকে অক্সিজেন তৈরি করছি। দেশের ক্রান্তিলগ্নে সবসময় আবুল খায়ের গ্রুপ এগিয়ে এসেছেন।
বর্তমানে দেশে করোনা চিকিৎসায় অক্সিজেনের সংকট নিরসনে নিজস্ব উৎপাদন ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়ার যে প্রতিশ্রুতি আবুল খায়ের গ্রুপ দিয়েছিল তার বাস্তবায়ন আজ থেকে শুরু হল। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশন হসপিটালে অক্সিজেন সিলিন্ডার প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন আমরা শুরু করেছি।
দেশের প্রতিটি করোনা হাসপাতালে চাহিদা অনুসারে আমরা বিনামূল্যে যতদিন প্রয়োজন ততদিন আমরা রোগীদের জন্য অক্সিজেন প্রদান করে যাব। এবং যতদিন প্রয়োজন থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হয়ে দ্রুততম সময়ে কার্যক্রম শুরু করার জন্য আবুল খায়ের গ্রুপ আমদানিকৃত তিনশ’টি নতুন সিলিন্ডার সংগ্রহ করে ইতিমধ্যে নিজস্ব প্লান্টে ফিলিং সম্পন্ন করেছে। প্রতিটি সিলিন্ডারের ধারণক্ষমতা ১.৪ কিউবিক মিটার।
তিনি আরো বলেন, করোনা চিকিৎসার স্বার্থে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো যদি প্রয়োজনে আবুল খায়ের গ্রুপ প্রদত্ত সিলিন্ডারের বাইরে অতিরিক্ত সিলিন্ডারে অক্সিজেন ফিলিং এর জন্য প্রেরণ করে তবে সেগুলো ফিলিং করে দেয়া হবে।
বিনামূল্যে করোনা চিকিৎসাই অক্সিজেন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের এসময়‌ আরো উপস্থিত ছিলেন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম এ হাসান, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মোঃ রাশেদ, আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা শামসুদ্দোহা, এম আবদুল্লাহ সহ প্রমূখ।

জানা যায়, আবুল খায়ের গ্রুপ প্রতিটি সিলিন্ডার উৎপাদনের প্রায় ১২হাজার টাকা খরচ করেন।
এছাড়া একেকটি সিলিন্ডারে অক্সিজেন ভর্তি করতে খরচ হয় চারশত টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net