1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এখনই দেশের অসহায়-কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময় : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

এখনই দেশের অসহায়-কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময় : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১৮৪ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস আক্রান্তের ফলে বিশ্বের অসংখ্য লোক প্রতিদিন মৃত্যুবরণ করছে। আক্রান্তের সংখ্যাও বেড়িই চলেছে। আমাদের দেশেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা থেমে নেই। যার ফলে সকলের মাঝে এক ধরণের আতংক বিরাজ করছে। সরকারি নির্দেশনা মানতে জনসাধারণ কর্মহীন হয়ে গৃহবন্দি জীবনযাপন করছে। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তাই কর্মহীন অসহায়-হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও মানবিক দিক বিবেচনা করে এখনই দেশের মানুষের পাশে দাড়ানোর উপযুক্ত সময়। মানিকছড়িতে উপহার ও শিশু খাদ্য বিতরকালে খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা(এম.পি) এসব কথা বলেন।
শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক’র উদ্যোগে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপজেলার ৩০টি শিশু পরিবার,২৬ জন মোটর সাইকেল চালক ও ২০০জন কর্মহীন দরিদ্র জনগোষ্টির হাতে উপহার সামগ্রী তুলে দেয় হয়।
উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদ নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরাণী, অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি মো. শহিদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন,মো. আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি মো.সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয়সহ আওয়ামীলীগ, যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন-অস্বচ্ছল মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাগড়াছড়ি সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি’র পক্ষে উপজেলার ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, নারকেল, কিছমিছ, বাদম ও দুধ। মানিকছড়ি উপজেলা আ.লীগ প্রতিটি ইউনিয়, ওয়ার্ড পর্যায়ে প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে । এছাড়াও তৃণমূল পর্যায়ে উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net