1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় মেস ভাড়া মওকুফ করে শিক্ষার্থীদের সাহায্যের ঘোষণা দিলেন মেস মালিক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
Daftar Situs Link Casino Online Terbaik Hari ini Gampang JP মাগুরায় মহানবী (সাঃ)কে নিয়ে কুটুক্তি করায় দুটি বাড়িতে আগুন! সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত প্রক্টরের অপসারণের দাবিতে কুবি শিক্ষকের পাশে এবার সহকর্মীরা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহাগ দাবি আদায়ের লক্ষ্যে দশম দিনের মতো কুবি শিক্ষকদের অবস্থান তিতাসে ওমান প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ –

কুমিল্লায় মেস ভাড়া মওকুফ করে শিক্ষার্থীদের সাহায্যের ঘোষণা দিলেন মেস মালিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৯৮ বার

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা শহরতলীর ধর্মপুরে মেস ভাড়া মওকুফ করেছেন একজন মেস মালিক। একই সাথে তিনি আরও দুটি বাসার ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা অার্থিক সমস্যা থাকে, তাকে জানালানে ব্যক্তিগত ভাবে সাহযোগীতার কথা জানিয়েছেন।

সূত্র জানায়, ধর্মপুর লন্ডনী হাউজ নামের এ মেসের মালিক দুই মাসের ভাড়া মওকুফ করেছেন। ধর্মপুর এলাকায় ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা ভাড়া বাসায় থেকে পড়া লেখা করে। ধর্মপুর, শাসনগাছা, কান্দিরপাড়, দৌলতপুর, টমচমব্রীজ ও চর্থা এলাকায় ভিক্টোরিয়া কলেজের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী ভাড়া বাসায় থাকেন। এ শহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, অজিতগুহ কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ুয়া ও চাকরি প্রার্থী প্রায় ৯০ হাজার শিক্ষার্থী ভাড়া মেসে থাকেন।

এ মেসের বাসিন্দা আ. হান্নান ফেসবুকে লিখেছেন, আমাদের মালিক কোনদিন ভাড়ার জন্য চাপ দেননি। ভাড়া মওকুফ করে বলে গেছেন, কারও কোন ব্যক্তিগত গত সমস্যা থাকলে ওনার সাথে যোগাযোগ করতে। এছাড়াও তিনি আরও দুইটি বাসা ভাড়া মওকুফ করেছেন। মাহবুব ভাই খুবই ভালো মনের মানুষ।

লন্ডনী হাউজের মালিক মো. মাহবুব আলমগীর বলেন, করোনার প্রাদুর্ভাবে বিশ্ব এখন আতঙ্কে ও সংকটে আছে। মানুষের আয় রোজকার বন্ধ প্রায়। ছাত্ররা টিউশন করে মেস ভাড়া দেয়, তাদের এখন টিউশন বন্ধ। তাই দুই মাসের ভাড়া মওকুফ করেছি। কারও কোনো সমস্যা থাকলে আমাকে যেন জানানো হয়। সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করবো। এ সংকটে সকল বাড়িওয়ালাদের ভাড়াটিয়াদের সাথে সমন্বয় করা উচিত। আমি অনুরোধ করবো, আপনারা ৫০% ভাড়া মওকুফ করুন। আপনারা আমার মা-বাবার জন্য দোয়া করবেন।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের দ্বি-মাসিক মুখপাত্র ক্যাম্পাস বার্তা সম্পাদক মাহদী হাসান জানান, লন্ডনী হাউজের মালিক মাহবুব আলমগীর সাহেবকে ধন্যবাদ। তিনি বাসা মালিকদের মধ্যে উদাহরণ হয়ে থাকবেন। সকল বাসা মালিকদের জন্য অনুকরণীয়। সকল বাড়িওয়ালাদের অনুরোধ করবো, শিক্ষার্থীদের ৫০-৬০% ভাড়া মওকুফ করার জন্য। ভাড়া মওকুফের ক্যাম্পাস বার্তার পক্ষ থেকে গত ১৭ মে অধ্যক্ষ স্যার বরাবর দরখাস্ত দিয়েছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজের পক্ষে অধ্যক্ষ স্যার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। বাসা মালিক ও শিক্ষার্থী উভয়ে বিষয়টি সমন্বয় করা দরকার।

প্রসঙ্গত, গত দুই জুন মেস ভাড়ার টাকার জন্য কুমিল্লার ধর্মপুরে ছয় ছাত্রীকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নম্বরে কলের পর পুলিশ ছাত্রীদের উদ্ধার করে। গত ১৮ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর ছাত্র-ছাত্রীরা স্থায়ী ঠিকানায় অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম