নইন আবু নাঈমঃ বাগেরহাটের শরণখোলায় আরো পাঁচ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরা হলেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদের পিতা মহিউদ্দিন উদ্দিন আহম্মেদ (৬০), মা নাজমিন আহম্মেদ (৪৮), বোন মৌসান নাজনিন (২২), সাউথখালী উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী আরাফাত মল্লিক (৩৩) ও জনতা ব্যাংক শরণখোলা শাখার ব্যবস্থাপক দেবাশীষ মিস্ত্রী (৪০)। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, গত ২২জুন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বুধবার পাঁচ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের সংর্স্পশে আসা লোকদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।