শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে পূর্ব গুজরা জয় বাবা লোকনাথ আশ্রম কেন্দ্রে’র অনাথ শিশুদের মাঝে দু’মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী,বস্ত্র ও নগদ অর্থ প্রদান দিলেন রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।১৬আগস্ট রোববার বিকালে রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটাস্থ এই অনাথ শিশুদের হাত এসব কিছু তুলে দেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,যু্বলীগ নেতা আবু সালেক,আব্দুল্লাহ আল্ মাসুদ,সাবের হোসেন,আসাদ হোসেন,মিজানুর রহমান,ছাত্রলীগ নেতা তানভীর চৌধুরী,নাসির উদ্দিন,রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সম্পাদক ফয়সাল মাহমুদ,ছাত্রনেতা শরিফুল হক মুন্না,বেলাল হোসেন সিফাত,ইমন,মুবিনুল হক তালুকদার,সাইদুর রহমান বাবু,তৌহিদ,দেবজিৎ, সাগর প্রমুখ।