শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.) ও সদ্য ওফাতপ্রাপ্ত সকল আকাবেরদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত দক্ষিণ ফটিকছড়ি শাখার উদ্যোগে ২৯ আগষ্ট বিকেলে ধর্মপুর আজিজিয়া হাশেমিয়া নুরীয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সংগঠনের দক্ষিণ ফটিকছড়ি শাখার সভাপতি আল্লামা ওসমান গণি জালালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী।
প্রধান বক্তা ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ্জাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।
সংগঠনের দক্ষিণ ফটিকছড়ি শাখার দপ্তর সম্পাদক মাস্টার মোঃ আবু হানিফ রিপনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন শাহ, সদস্য মাষ্টার মুহাম্মদ ইউনুছ।
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এস.এম ফখর উদ্দীন, মাওলানা ওমর ফারুক আযমী, মাওলানা এহছানুল করিম, মাস্টার জাফর মিয়া, মজহারুল হক কায়ছার, নুরুল হুদা পারভেজ, নাসির উদ্দিন আল কাদেরী, মাস্টার আলমগীর।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামাল পাশা কন্ট্রাক্টর, তহিদুল আলম সওদাগর, ইসমাইল হোসেন রানা, মাওলানা হোসাইন, আহমদ হোসেন, ফরিদুল আলম, ওবাইদল্লাহ, সাফওয়ান নুরী, রাশেদুল আলম, শফিউল আজম, মাস্টার সেলিম, মাস্টার এরশাদ চৌধুরী, সাইফুল্লাহ, রোমান, মোজাম্মেল, শাহাদাত হোসেন সহ আরো অনেকে।
সভা শেষে মাস্টার আবু হানিফ রিপনকে সভাপতি ও আব্দুল হালিম সুজনকে সাধারণ সম্পাদক করে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের দক্ষিণ ফটিকছড়ির ১৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।