1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে ইউসেট'র নতুন কমিটির নিকট দ্বায়িত্ব হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে  ১৬৫১ মামলা দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রী নুসরাত নিহত চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র

তাড়াইলে ইউসেট’র নতুন কমিটির নিকট দ্বায়িত্ব হস্তান্তর

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৬ বার

কিশোরগঞ্জ জেলার তাড়াইলে ‘ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব তাড়াইল’ (ইউসেট) এর নতুন কমিটির নিকট দ্বায়িত্ব হস্থান্তর করা হয়েছে।
জানা গেছে,আজ শনিবার(৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তাড়াইল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২০-২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নিকট দ্বায়িত্ব অর্পন করেন পূর্বের কমিটি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউসেটের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সম্রাট জহিরুল ইসলাম জীবন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,ইউসেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা এডভোকেট ফরিদ উদ্দিন সুমন,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শামীম।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরূপ দে সজীব সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো.রেজাউল করিম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রায়হান মুজিব উৎপল’কে সাংগঠনিক সম্পাদক করে ৬০ সদস্যের গঠিত কমিটির নিকট দ্বায়িত্ব অর্পন করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো.মোজাম্মেল হক(অর্থ সম্পাদক),ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয় পাল(দপ্তর সম্পাদক),কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইকরাম হোসেন(শিক্ষা বিষয়ক সম্পাদক),ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়াসির আরাফাত(আইন বিষয়ক সম্পাদক),সিলেট মেডিকেল কলেজের শিক্ষার্থী আবু মো.শরীফ(স্বাস্থ্য বিষয়ক সম্পাদক),ইস্টার্ন মেডিকেল কলেজের ইয়াছিন আরাফাত আজহারুল,বুয়েটের মেহেদী হাসান পলাশ(লাইব্রেরী বিষয়ক সম্পাদক),রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশরাফ উদ্দিন রায়হান(প্রকাশনা বিষয়ক সম্পাদক),ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল আলম(যোগাযোগ বিষয়ক সম্পাদক),শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাফিউল ইসলাম রাফি(অনুষ্ঠান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক),জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবিনা ইয়াসমিন জুঁই(আপ্যায়ন বিষয়ক সম্পাদক)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম ভূঁইয়া(ঢা.বি),রাজু শিকদার(নাসিরাবাদ),সহ-সভাপতি নওশাদ মামুন(গুরুদয়াল), বোরহান উদ্দিন,শরীফুল আলম শাহানশাহ্(করিমগঞ্জ), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফাহিম(চ.বি),আফজাল হোসেন(কু.বি),মাজারুল ইসলাম বাবু(গুরুদয়াল), মো.মাসুম(বুটেক্স),সাকিবুল ইসলাম(বা.কৃ.বি),সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম(ওয়ালিনেওয়াজ খাঁন),মাছুম আহমেদ(বে.রো),লিংকন ভূঁইয়া(ওয়ালিনেওয়াজ খাঁন),সাগর সিদ্দিকি(ঢা.বি),সহ-অর্থ সম্পাদক পিয়ারুল ইসলাম ইমরান(উত্তরা বি),নূরে আলম(বুয়েট),সহ-দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত(ঢা.বি),মো.জামিন আহমেদ(ঢা.বি),সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান নাঈম(ঢা.বি),সহ-আইন বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান রাজু(ঢা.বি),সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিথী দাস(গোপালগঞ্জ মে.ক),সহ-প্রচার সম্পাদক তাজিম আহমেদ ওয়ালীন(জা.ক.কা ন.ই.বি),সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.রনক(জা.বি),সহ-অনুষ্ঠান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হানিফ ভূঁইঢা রনি(কু.বি),সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহিমা হক উৎস(জা.বি),কার্যকরী সদস্যরা হলেন,মো.আশরাফুল হক বাবন(তাইরুন্নেছা মেডিকেল কলেজ),সাঈদ আহম্মেদ রিংকু(শা.বি.প্র.বি),মঞ্জুরুল ইসলাম সানি(রা.বি),সোনাল ইবনে সুফিয়ান(জা.ক.কা.ন),মনির হোসেন(ঢা.বি),স্বন্দীপন শীর্ষ ভৌমিক(শা.বি.প্র.বি),মাহবুবুর রহমান ফাহিম(চ.বি),আনোয়ার হোসেন বৃন্ত(বুয়েট),আবির রাব্বি সানি(ঢা.বি),পাপিয়া জাহান অমি(জা.ক.কা.ন.ই.বি),সুরাইয়া জাহান(জা.বি),ওমর ফারুক সাইমন(ঢা.বি),মো.ফাহিজুল ইসলাম,রামিম মিয়া(রা.বি),সাজিদ ভূঁইয়া(রা.বি),সাখাওয়াত হোসেন তমাল(ঢা.বি),সজীবুল ইসলাম(ঢা.বি),বায়জিদ মিয়া(শে.বা.কৃ.বি),মো.সুমন(ঢা.বি),জেমী আক্তার দিয়া(ঢা.বি),জুয়েনা আক্তার(ঢা.বি),শারমিন সাঈদ তৃনা(সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ)।

দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন,সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকন্দ সোহাগ,সাহিত্য ও নাট্য সম্পাদক মুরামীন খাঁন স্বাধীন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net