1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৬ বার

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিন (২৬) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালী পাড়া এলাকার মোঃ জালাল আহমেদ ছেলে।

খবরটি জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান।

তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদে জানতে পারে, জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।

টহলদল নকুল মেম্বারের চিংড়ির ঘেরের বাঁধের পার্শ্বে গোপনে অবস্থান নেয়। হঠাৎ টহলদল তিন জন ব্যক্তিকে অন্ধকারের মধ্যে নাফ নদী হতে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকার ৪০০ মিটার উত্তর দিক দিয়ে বেড়ী বাঁধের উপর উঠতে দেখে চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহলদল ধাওয়া করলে একজনকে প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হয়।

অপর দুইজন ইয়াবা পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতর দ্রুত পালিয়ে যায়।
উদ্ধার হওয়া প্লাস্টিকের বস্তাটি খুলে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

মোঃ ফয়সল হাসান খান জানান, পালিয়ে যাওয়া ইয়াবা পাচারকারীদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net