মোঃসাইফুল্লাহ :
মাগুরার মহম্মদপুর উপজেলায় ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাজমুল বিশ্বাস (৩৫) নামে এক যুবকের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৩ সেপ্টেম্বর২০২০ রবিবার বিকালের দিকে নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। সে একটি প্রাইভেট ফার্মে কর্মরত ছিল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
নিহত ঐ ব্যক্তি মহম্মদপুর উপজেলার খর্দ ফুলবাড়ি গ্রামের মৃত আব্দুুর সামাদ বিশ্বাসের ছোট ছেলে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, ঘরের ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় নাজমুল নিজেই বিদ্যুতের বোর্ড খুলে ফ্যানের সংযোগ দেওয়ার চেষ্টা করে। এসময় হঠাৎ করেই বোর্ডের সাথে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস সাংবাদিকদের জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য আবেদন করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নাজমুলের আকর্ষিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।