নরসিংদী থেকে জেলা প্রতিনিধি ঃ
পলাশ থানা পুলিশ কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট সাজাপ্রাপ্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। অন্য একটি অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। মোট গ্রেফতার কৃতদের সংখ্যা পাঁচ জন।
আজ ১৬ সেপ্টেম্বর ২০২০ পলাশ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাসির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় এএসআই সাদিকুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ বাড়ী হতে নারী-শিশু ১৪৪/১৩ ধারা ৯(১)যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি ১। রানা খন্দকার পিতা-শামসুল খন্দকার সাং-চর আলিনগর থানা-পলাশ জেলা-নরসিংদীকে গ্রেপ্তার করা হয় এবং এএসআই মোঃ ইব্রাহিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামী ২। শাকিল পিতা-আলতাব হোসেন সাং-নোয়াকান্দা (বন্দর বাড়ি) থানা-পলাশ জেলা-নরসিংদী, এএসআই মোঃ আলমগীর হোসেন এর সহায়তায় ৩। বোরহান উদ্দিন পিতা-মৃত রেফায়েত উল্লাহ গ্রাম-দক্ষিণ চরপাড়া ঘোড়াশাল, এএসআই মোঃ আলম হোসেন এর সহায়তায় আসামি ৪। সালাউদ্দিন দুলাল পিতা-মৃত খোরশেদ মিয়া গ্রাম-সাহেপ্রতাব (প্রাইমারি স্কুলের উত্তর পাশে) বর্তমান ঘোড়াশাল উত্তর চরপাড়া (বাতেনের বাড়ির ভাড়াটিয়া) সর্ব থানা-পলাশ জেলা-নরসিংদীদের গ্রেপ্তার করা হয় । আসামিগন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।অন্যদিকে এসআই মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামি ৫। মো: হেলিম (৩৫) পিতা মৃত ইউনুস আলী গ্রাম ঘোড়াশাল চরপাড়া থানা পলাশ জেলা নরসিংদী কে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ইয়াবাসহ ঘোড়াশাল পৌরসভা ঈদগাহ মাঠের উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন ঘোড়াশাল চরপাড়া হতে গতরাতে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পলাশ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাসির উদ্দীন জানান। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।