হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলাধীন লাভা গ্রামের বিএনপি নেতা কছিমদ্দিন(৭০) মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে……রাজিউন। তিনি ৫ পুত্র, ২কন্যা, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বুধবার সকাল ১১ টায় লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব আলোচনায় অংশ নেন, নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান মোকছেরু রহমান লেবু , নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন,নকলা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুল হক দুলাল, বিএনপি নেতা আব্দুল হক তালুকদার , জাহিদ হোসেন বাদশাও জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। জানাযা শেষে মরহুমের লাশ লাভা পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।