নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||
নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ মদিনা স্টিল ও রড সিমেন্টের দোকানের সামনে দাড়ানো অবস্থায় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় মদিনা স্টিল ও রড সিমেন্ট দোকানের কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এই সড়ক দূর্ঘটনা ঘটে।সড়ক দূর্ঘটনায় নিহত হলেন করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র মোঃ আমির উদ্দিন (৫৫)।স্থানীয়রা জানান,নিহত ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর স্থানীয়রা এসে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা যায়,এটা কোন সড়ক দুর্ঘটনা নয়।এটা একটা পরিকল্পিত হত্যা।এই দুর্ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান,লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।এখন কোন মামলা দায়ের করা হয় নি। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।