1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে প্রেসক্লাব, সাংবাদিক ও উপজেলা চেয়ারম্যান নিয়ে অপপ্রচারকারী প্রতারকের জামিন মঞ্জুর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে  ১৬৫১ মামলা দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রী নুসরাত নিহত চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র

সীতাকুণ্ডে প্রেসক্লাব, সাংবাদিক ও উপজেলা চেয়ারম্যান নিয়ে অপপ্রচারকারী প্রতারকের জামিন মঞ্জুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৯ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে চিহ্নিত প্রতারক, অসংখ্য মানুষের সাথে প্রতারণাকারী মোঃ ইব্রাহিম খলিলের জামিনের আবেদন বাতিল করে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। সীতাকুণ্ড থানায় দায়েরকৃত দুটি আইসিটি মামলায় দায়েরকৃত মামলায় মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এ আদেশ প্রদান করেন।

জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের বাসিন্দা আবদুল হাদীর ছেলে মোঃ ইব্রাহিম খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এই পরিচয়ে সে প্রেসক্লাবের সদস্য হবার জন্য আবেদন করে। কিন্তু সাংবাদিকরা এলাকায় তার হাতে নাতে গরু চুরিতে ধরা পড়া ও প্রতারণার কাহিনী জেনে ক্লাবের সদস্য না করায় সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৭মে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম.আল মামুন সীতাকুণ্ড প্রেসক্লাবের নতুন ভবনের কাজ পরিদর্শনে এসে ক্লাবভবনের পাশে গাইডওয়াল নির্মাণের জন্য সাত লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। প্রতারক, ভূমিদস্যু ইব্রাহিম খলিল উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিক নেতৃবৃন্দের পরিদর্শনের ছবি সংযুক্ত করে ‘উপজেলা চেয়ারম্যানের ভূমিদস্যুরা পেল গাইড ওয়াল’ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

এ ঘটনায় প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত বাদি হয়ে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন। এরপর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি এম. সেকান্দর হোসাইনকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ষ্ট্যাটাস দেয় খলিল। এতে তিনিও একটি আইসিটি মামলা দায়ের করেন। এসব মামলায় গত ১৩ সেপ্টেম্বর খলিলকে গ্রেপ্তার করে ফৌজদারহাট ফাঁড়ি পুলিশ। গত বুধবার খলিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন। এরপর গতকাল মঙ্গলবার খলিল আবারো জামিনের আবেদন করে। কিন্তু তার ৫ দিন করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলা দুটির আই.ও এস.আই হারুনুর রশিদ ও এস.আই মোঃ সাইফুল। শুনানী শেষে বিজ্ঞ আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির পাঠাগার সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ আলী আকবর সানজিদ। মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার এস.আই মোঃ হারুনুর রশিদ জানান, মঙ্গলবার বিজ্ঞ আদালত প্রতারক খলিলের জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। এ সংক্রান্ত নথিপত্র আসার পর তাকে রিমান্ডে আনা হবে।

২২.০৯.২০২০ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net