মোঃ সাইফুল্লাহ;
মাগুরার মহম্মদপুর উপজেলায় গাছ থেকে পড়ে শুপতি মন্ডল(৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৬ সেপ্টেম্বর২০২০ শনিবার সকালে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ধুলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুলজোড়া গ্রামের শুপতি মন্ডল ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে বাড়ির পাশে মই বেয়ে একটি কাঁঠাল গাছে ওঠেন। হঠাৎ তিনি পা ফসকে গাছ থেকে নিচে পড়ে যান। বাড়ির লোকজন দ্রুত তাঁকে মাথায় পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা করেন।
পরবত্তিতে স্থানীয় পল্লী চিকিৎসক শুপতির বাড়িতে এসে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরহাদ হোসেনকে মোবাইলে জিজ্ঞেস করলেে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। শুপতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।