শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
রাউজানের পশ্চিম ডাবুয়ায় সর্তা খালের গণিরঘাট ব্রিজের নিচ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন ও পাইপ কেটে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।জানা যায়,স্থানীয় এক যুবক ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গণিরঘাট ব্রিজের নিচে ড্রেজার মেশিন বসিয়ে সর্তা খাল থেকে বালু উত্তোলন করে রাউজান,হাটহাজারী ও ফটিকছড়িসহ বিভিন্নস্থানে সরবরাহ দিয়ে আসছিল।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবৈধভাবে বালু উত্তোলনের কারণে খাল পাড়ের ভাঙন সৃষ্টি হয়।যার ফলে হুমকির মধ্যে পড়েছিল গণিরঘাট ব্রিজটি।স্থানীয় বাসিন্দাদের এমন অভিযোগ পেয়ে ইউএনও অভিযানে চালিয়ে খালের ভিতর থাকা বালু উত্তোলনের ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করে দেন।