সাবেত আহমেদ:
৫০-তম গোপালগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধারা। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু হোসেন, মোঃ আসাদুজ্জামান মোল্লা প্রমূখ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে ৩’শ গেঞ্জি বিতরণ করা হয়।
এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।