শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
জাতীয় পার্টির দলীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয় সাবেক সাংসদ কায়সার হাসনাত বাদি হয়ে বুধবার দুপুরে আদালতে মানহানীর মামলা করেছেন।
সোনারগাঁয়ের ইতিহাসে একজন সাংসদের বিরুদ্ধে আরেকজন সাংসদের মামলার ঘটনা এবারই প্রথম।
আদালত কায়সার হাসনাতের বক্তব্য শুনেছেন, আদালতের আদেশের অপেক্ষায় নারায়ণগঞ্জ আদালতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় জমিয়ে আছেন।
প্রসঙ্গত: গত ২৬ ডিসেম্বর সোনারগাঁ পৌর এলাকায় সাংসদ লিয়াকত হোসেন খোকা সাবেক সাংসদ কায়সার হাসনাত ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানহানীকর বক্তব্য দেন বলে মামলার বিবরণে বাদি কায়সার হাসনাত উল্লেখ করেছেন।