1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে ডাকঘরে গ্রাহকদের লেনদেনে অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

টঙ্গীতে ডাকঘরে গ্রাহকদের লেনদেনে অনিয়মের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ২১৮ বার

এফ এ নয়ন:
গাজীপুর টঙ্গীতে উপ ডাকঘরে স্কিমের লভ্যাংশ পরিশোধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের অভিযোগ, কোনো গ্রাহক হিসাব না বুঝলে, সেই সুযোগে স্কিমের লভ্যাংশ কম দেওয়া হয়। এছাড়াও টাকা তুলতেও ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী উপ ডাকঘরে গ্রাহকদের লভ্যাংশ পরিশোধের দায়িত্ব পালন করেন সাইদুল ইসলাম নামে একজন অফিস সহকারী। তিনি অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা ও সিরিয়াল ভঙ্গ করে গ্রাহকদের লভ্যাংশ পরিশোধ করে থাকেন। এতে বেশিরভাগ গ্রাহককে ভোগান্তিতে পড়তে হয়।

অভিযোগের সত্যতা খুঁজতে সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, পিয়ন সাইদুল ইসলাম গ্রাহকদের লভ্যাংশ পরিশোধ করছেন। এক গ্রাহক টাকা উত্তোলন করতে যাওয়ার পরপরই তার লভ্যাংশের হিসাব নিয়ে শুরু হয় টালবাহানা।

সাইদুল ইসলামের হিসাব মতে, ওই গ্রাহকের লভ্যাংশের টাকা পাঁচ হাজারের মতো। কিন্তু গ্রাহকের দাবি, তিনি পাবেন ১৫ হাজার ৭৩২ টাকা। পরে ওই গ্রাহক হিসাব বুঝে নিতে চাইলে সাইদুল অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর ওই গ্রাহক পুনরায় হিসাব জানতে চাইলে তার ওপর চড়াও হন সাইদুল ইসলাম।

এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহক ডাকঘরের পোস্ট মাস্টার ফাইজুদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে পোস্ট মাস্টার লভ্যাংশের হিসাব করে ওই গ্রাহককে পুরো টাকা পরিশোধ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে টঙ্গী উপ ডাকঘরের পোস্ট মাস্টার ফাইজুদ্দিন ‘আমি সাইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে উর্ধ্বতন কর্মকর্তাকে জানাব। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’
এ বিষয়ে গাজীপুর উপ-বিভাগীয় পোস্ট অফিস পরিদর্শক সোহেল মুসা বলেন, ‘গ্রাহকদের এসব সমস্যার কথা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। যদি লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net