1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসময়ে আনারস চাষে ঝুকছে পাহাড়ের কৃষক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
Установить порты и провайдеры হালদার জলজ বাস্তুতন্ত্র বর্তমানে কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার অনুকূলে নেই” মাগুরায় উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম বাঙালি সত্যজিৎ রায়ের জন্মদিন আজ নবীনগরে তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় শরবত বিতরণ মহান মে দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের মানববন্ধন, র‌্যালী, আলোচনা সভা ও কমিটিগঠন সম্পন্ন বিশ বছর পর হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুয়েট শিক্ষার্থীদের দাবী-দাওয়া মেনে নেওয়া প্রতিশ্রুতির সাপেক্ষে  শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফেরার প্রতিশ্রুতি চট্টগ্রামের রাউজানে আমের বাম্পার ফলন 

অসময়ে আনারস চাষে ঝুকছে পাহাড়ের কৃষক

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ১৬০ বার

টাঙ্গাইল ও শ্রীমঙ্গলের আনারসের সুনাম ছড়িয়ে ছিল দেশজুড়ে। সময়ের ব্যবধানে পাহাড়ি টিলা ভূমির আনারস এখন সেই জায়গা দখলের দ্বারপ্রান্তে। পাহাড়ি এলাকায় আনারস এখন বারোমাসি ফলে পরিনত হচ্ছে। বর্তমানে পাহাড়ে সারাবছর পাওয়া যাচ্ছে আনারস। পাহাড়ের আনারস গুনে মানে পরিপূর্ণ ও মিষ্টি হওয়ায় সারাদেশে চাহিদাও প্রচুর। এতে পাহাড়ের জেলা খাগড়াছড়ির, গুইমারা, মানিকছড়ি, ও পার্শবতী মহালছড়ি উপজেলায় আনারস চাষে প্রতিযোগিতা চলছে। আনারস চাষে কৃষকদের মনোযোগ বেড়েগেছে বহুগুন। একসময় যারা কৃষিকাজ করার চিন্তাও করত না তারাও এখন আনারস চাষী। ব্যাপক হারে আনারস পাওয়া যায় বিভিন্ন হাটবাজারে তাই স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের পদচারনায় মুখরিত থাকে পাহাড়ী জেলা খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা,ও মানিকছড়ি ও মহালছড়ি বাজার। ব্যাবসায়ীদের হাত ধরেই পাহাড়ের আগাম আনারস জায়গা করে নিয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায়।

গত কয়েক বছর ধরে পাহাড়ি এসব এলাকায় আনারসের চাষ হচ্ছে। মৌসুমে আনারস চাষে যেখানে চাষিদের লোকসান গুণতে হতো সেখানে মৌসুমের বাইরে আগাম আনারস চাষে বাড়তি লাভের মুখ দেখছে চাষিরা। এক সময় যারা পাহাড়ি এলাকায় জুম চাষ নিয়ে ব্যস্ত থাকত পাহাড়ের বসবাসকারী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজন এখন তারা ব্যস্ত আনারস চাষ নিয়ে। পাহাড়ের পর পাহাড় এখন আনারসের বাগান। আর এসব বাগান থরকে সরাসরি পরিবহনের ব্যাবস্হার উন্নতি হওয়ায় অনেকাংশে জমিনেই আনারস বেচাকেনা হয়ে যায়।যাতে উৎসাহিত হচ্ছে কৃষকেরা, সরেজমিনে গিয়ে কথা হয় মানিকছড়ি উপজেলার গভামারা এলাকার চাষী(একসময়ের কাঠ ব্যাবসায়ী)আবুল বাশার ও গুইমারা উপজেলার জালিয়াপাড়ার কামাল হোসেনের সাথে তারা জানান অসময়ে আনারস চাষ লাভবান হওয়ায় তারা কাঠ ব্যাবসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেজন্য আনারস চাষ শুরু করেছে দুইজনে প্রায় ১০/১২ বিঘা জমিতে আনারস চাষ করেছেন আশা করছেন লাভবান হবেন। এছাড়া গুইমারা উপজেলার পতাছড়া গ্রামে গিয়ে আনারস চাষী স্বপন চাকমার সাথে কথা হলে তিনি জানান সর ৫০ হাজার আনারস চারা লাগিয়েছেন তার মোট ২ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে তার বাগানে ৮ হাজার আনারস পেকেছে তা বিক্রি শুরু করেছে প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন। সব খরছ বাদে এ মৌসুমে তার ২ লাখ টাকা লাভ হবে। আরেক চাষী ঘন চাকমা জানান তিনি ২২ হাজার আনারস চারা লাগিয়ে খরচ হয়েছে ৮০ হাজার টাকা তার ফল পাকার আগেই ২ লাখ টাকা বিক্রি করে দিয়েছেন তার ১ লাখ ২০ হাজার টাকা লাভ হয়েছে। তাদের মত অনেকে লাভবান হওয়ায় গুইমারাসহ কয়েকটি উপজেলায় অসময়ে আনারস চাষ ব্যাপকহারে বেড়েছে। পাহাড়ে অসময়ে আনারস চাষের বিষয় জানতে চাইলে খাগড়াছড়ি কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ পরিচালক মর্তুজা আলী বলেন পাহাড়ের মাটি ও আবহাওয়া পরিবেশ অনুকূল হওয়ায় অসময়ে হানিকুইন জাতের আনারস চাষে ঝুকছে কৃষকরা। তাতে তারা লাভবান হচ্ছে। ফলচাষীদের সহজলভ্য কৃষিঋণ সহায়তা দিলে পাহাড়ে অসময়ে আনারস চাষ করে লাভবান হবে কৃষক যা দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম