1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবার সচিব হয়ে ঢাকা সফরে আসছেন শ্রিংলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা কুবি শিক্ষককে ঘুষি মারলেন প্রক্টর; অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতে একক অবস্থান চন্দনাইশে মোবাইল কোটের অভিযানে স্কেভেটর-পিকআপ জব্দ চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তদন্ত কমিটির সদস্যের প্রতি কুবি শিক্ষক সমিতির আপত্তি সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মা ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা রাউজানে ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ, ক্যাম্পাসে মানববন্ধন মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্্যাব!

এবার সচিব হয়ে ঢাকা সফরে আসছেন শ্রিংলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৩১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি নিশ্চিত হয়েছে এরই মধ্যে। তার ঢাকা সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই আগামী ২ মার্চ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকা-নয়াদিল্লির একাধিক কূটনৈতিক সূত্র শ্রীংলার ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। এই সফরের মাধ্যমে পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম ঢাকা সফরে আসছেন দেশের কূটনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এই ভারতীয়। এর আগে যে তিনি বাংলাদেশেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করে গেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী আয়োজন ‘মুজিববর্ষে’র উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে আগামী ১৭ মার্চ। এই অনুষ্ঠানেরই প্রধান অতিথি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ অনুষ্ঠানে উপস্থিতির বিষয়ে মোদি সবুজ সংকেত দিয়েছেন আগেই। তার সফরের প্রস্তুতির অংশ হিসেবেই পররাষ্ট্র সচিব শ্রিংলা আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন।

দুই কারণে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আসন্ন ঢাকা সফর গুরুত্বপূর্ণ— এমন তথ্য জানিয়ে কূটনৈতিক সূত্রগুলো বলছে, শ্রীংলা এর আগে নয়াদিল্লির পক্ষে ঢাকার দূত ছিলেন। পররাষ্ট্র সচিব হিসেবে ২ মার্চের সফরই হবে ঢাকায় তার প্রথম সফর। আর এই সফরে শ্রিংলা যেমন নরেন্দ্র মোদির সফরের প্রস্তুতি নিয়ে কাজ করবেন, ঠিক তেমনি বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যুতে আগামী দিনগুলোতে উন্নয়ন ঘটবে, সে বিষয়েও প্রাথমিক কিছু কাজ সেরে যাবেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনীতিতে দক্ষ বলেই হর্ষ বর্ধন শ্রিংলাকে ভারতের পররাষ্ট্র সচিব পদে বেছে নেওয়া হয়— এমনটিই বলছে কূটনৈতিক সূত্রগুলো। তারা বলছে, জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হচ্ছে ভারত। তাই পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার প্রধান দায়িত্ব এই দুই ইস্যুতে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে অবনতিশীল সম্পর্কের উন্নয়ন করা।

হর্ষ বর্ধন শ্রিংলাকে ২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশের ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছর তিনি ঢাকায় দিল্লির প্রতিনিধির সেই দায়িত্ব পালন করেছেন। এরপর তাকে যুক্তরাষ্ট্রে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। সবশেষ গত ২৪ ডিসেম্বর তাকে পররাষ্ট্র সচিব হিসেবেই নিয়োগ দেওয়া হয়। ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয় গোখালের স্থলাভিষিক্ত হন।

এর আগে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রিংলা ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। পররাষ্ট্রমন্ত্রীর একান্ত ইচ্ছার পরিপ্রেক্ষিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক প্রধানের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবন শুরুর পর বাংলাদেশ, শ্রীলংকা, মিয়ানমার ও মালদ্বীপে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন হর্ষ বর্ধন শ্রীংলা। এছাড়াও, নেপাল ও ভূটানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের সময় তিনি সহকারী সচিবের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা জোট সার্কের সহকারী মহাসচিব হিসেবেও তিনি কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম