মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলার সামাজিক সংগঠন “তিতাস ক্লাব লিমিটেড” এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালি বের করে আসমানিয়া, দুলারামপুর বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এসময় র্যালিটিতে অংশ গ্রহণ করেন তিতাস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন পলাশ, তিতাস ক্লাবের সহ সভাপতি তাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম, কোষাধ্যক্ষ মোঃ সোহেল প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাব কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম নীরব, সহ সভাপতি মোঃ সালাহউদ্দিন ভূঁইয়া মাষ্টার, সাধারণত সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সহ সকল তিতাস ক্লাব লিমিটেড এর সদস্য বৃন্দ।