চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ টাইমবাজারস্থ সেবাখাতে সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র উদ্যোগে টাইমবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে এক ইফতার চক্র ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত ইফতার চক্রে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ মুহাম্মদ শফি উল্লাহ, পরিচালক (এমডি) জসিম উদ্দিন আল হাসান, টাইমবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, সমাজ সেবক মুহাম্মদ সোলতান, সহ-সভাপতি মুহাম্মদ হারুণ, বিশিষ্ট ব্যবসায়ী ও হাসপাতালের ডাইরেক্টর মোক্তার সিকদার, মাওলানা ওসমান গণি, হাসপাতালের ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা, মেডিক্যাল সুপারভাইজার মুহাম্মদ তারেক আজিজ, মার্কেটিং অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন সহ টাইমবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য বৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীসহ মান্যবর ব্যক্তিবর্গ।
ইফতার পূর্ব মুহূর্তে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গণি।
এ সময় উপস্থিত অতিথিরা হাসপাতালের সর্বাঙ্গিণ সফলতা কামনা করেন। বরাবরের মতো সুনাম ধরে রেখে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তারা।