1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামীর যাবজ্জীন কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামীর যাবজ্জীন কারাদণ্ড

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৬২ বার

বৃহস্পতিবার ২ জুন দুপুরে লালমনিরহাটের দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ নুরজ্জামান কে যাবজ্জীবন কারাদণ্ড , নগদ ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১২ ডিসেম্বর স্ত্রী মোছাঃ রহিমা খাতুন(৩২) লাশ বাড়ির পাশে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামে জনৈক আব্দুল রহিমের বাড়ির পাশে ড্রেনে হতে উদ্ধার হয়। ১২ বছর পূর্বে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালামারা গ্রামের মোঃ আনছার আলী (গামছা পাগলা) পুত্র নুরজ্জামানের সাথে একই গ্রামের সরুজ আলীর কন্যা মোছাঃ রহিমা খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে মোছাঃ ফুলবানু(১০) কন্যা ও মোঃ লোকমান(৭) পুত্র রয়েছে।

পারিবারিক কোলহের জের ধরে স্ত্রীকে গামের্ন্টসে ঢাকায় কাজের কথা বলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ২০১৫ সালের ১৩ ডিসেম্বর লালমনিরহাটের আদিতমারী থানায় ওই নারীর পিতা সুরুজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘ দিন চলার পর সরকার পক্ষে পিপি এ্যাডঃ আকমল হোসেন বিবাদী পক্ষে এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম ও এ্যাডঃ মশিউর রহমান ছিলেন। বৃহস্পতিবার ২ জুন বিচারক ওই রায় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net