1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে সাংবাদিকদের আমরন অনশন সহ আসছে কঠোর কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে সাংবাদিকদের আমরন অনশন সহ আসছে কঠোর কর্মসূচি

কুষ্টিয়া প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৮২ বার

কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে কঠোর কর্মসূচি ঘোষনা করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। আজ রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সর্বস্তরের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল আলোচনান্তে এই কর্মসূচি ঘোষনা করেন।

উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়- স্ব স্ব সাংবাদিক সংগঠনের ব্যানারে আগামী ২০শে জুলাই বুধবার সকাল ১১টায় একটি মৌন মিছিল অনুষ্ঠিত হবে। মৌন মিছিলটি শহরের থানা ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে মজমপুর গেটে গিয়ে শেষ হবে। আগামী ২৪ জুলাই রবিবার কুষ্টিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১১টা থেকে রুবেল হত্যায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে আমরণ অনশনের কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

কর্মসূচী ঘোষনার আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরুন্নবী বাবু, সহ সভাপতি ডাঃ গোলাম মওলা, কোষাধ্যক্ষ্য লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়ার সভাপতি ও এডিটরস ফোরাম কুষ্টিয়ার সাধারণ সম্পাদক নুর আলম দুলাল, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি‘র সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মীর আরিফিন বাবু, ইন্ডিপেন্ডেন্ট ও আজকের পত্রিকা কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্ল্যাহ, চ্যানেল ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি শরিফ বিশ্বাস।

সভায় উপস্থিত সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে কর্মসূচী সফল করতে স্ব স্ব সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলোকে ব্যানারসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net