1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি’তে ফিরছেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুবিধা বঞ্চিত জনগণের পাশে থেকেই ইসমত আরার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা কুবির শেখ হাসিনা হলের নতুন প্রাধ্যক্ষ বাংলাদেশের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মুজিব উল্ল্যাহ্ তুষার পূর্বাঞ্চলের রেলের যন্ত্রাংশ চুরিতে জড়িয়ে পড়ছে আরএনবি’র সদস্যরা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামারের ১৬০ টি বাক্সের মৌমাছি মেরে ফেলার অভিযোগ রামগড়ে ঝড় ও বজ্রপাতের তান্ডবে গবাদিপশুসহ খামারির মৃত্যু চাঁদার টাকা না দেওয়ায় অপহরণ করে নির্যাতন, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শিক্ষক সমিতি রাউজান উপজেলা( উত্তর) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জুয়া খেলায় হেরে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক !

বিএনপি’তে ফিরছেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ১৯৫ বার

নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক মতানৈক্য সহ নানা ইস্যুতে এলডিপি থেকে বিএনপিতে ফিরছেন প্রভাবশালী চার নেতা এমন খবরটি যখন নিশ্চিত প্রায় ঠিক তখন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদও বিএনপিতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এর হাত ধরে বিএনপি’র রাজনীতি করা ড. রেদোয়ান আহমেদ সহ বেশ কয়েকজন নেতা ২০০৬ সালে বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নামে নতুন দল গঠন করেন। পরে আবার ২০১৪ সালে বিএনপি’র নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অন্যতম শরীক দল হিসেবে ঐক্য করেন তারা।

সম্প্রতি জাতীয় মুক্তিমঞ্চ ইস্যুতে মতবিরোধকে কেন্দ্র করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সাবেক এমপি আবদুল করিম আব্বাসী, সাবেক এমপি আবদুল্লাহ, সাবেক এমপি আবদুল গণি ও শাহাদাত হোসেন সেলিম বিএনপি ফেরা প্রায় চূড়ান্ত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নীতিনির্ধারকরা এ বিষয়ে সবুজ সংকেতও দিয়েছেন এসব নেতাকে। যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে ফিরিয়ে নেয়া হবে।

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে বিএনপির পক্ষ থেকে ন্যূনতম বার্তা দেয়া হলে তিনিও যে কোনো সময় দলত্যাগ করতে পারেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ড. রেদোয়ান আহমেদ বিএনপি ফেরার সম্ভবনা অনেকটা এগিয়ে থাকলেও একটি দলের মহাসচিব বিএনপিতে ফিরতে পদ-পদবী নিয়ে চলছে দফায় দফায় আলোচনা এমন তথ্য নিশ্চিত করেন একটি বিশ্বস্থ সূত্র।

এদিকে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়- এলডিপির সাংগঠনিক কর্যক্রমে ক্ষুব্ধ হয়ে গত ২৬ জুন পদত্যাগ করা জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক এমপি আবদুল করিম আব্বাসী, সাবেক এমপি আবদুল্লাহ ও সাবেক এমপি আবদুল গণি ছাড়াও দলটির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে ফিরছেন।

গত ২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীতা নিয়ে এলডিপির নেতৃবৃন্দের মধ্যে ফাটল সৃষ্টি এবং সর্ব শেষে দলটির জাতীয় নির্বাহী কমিটি গঠনের পর কমিটিতে সেলিম এর জায়গা না হওয়ায় এলডিপিতে সাংগঠনিক মতানৈক্য চরম পর্যায়ে পৌঁছে।

এ ব্যাপারে সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ জানান- এক সময় বিএনপিতে আমরাই ছিলাম। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আমরা নতুন দল গঠন করি। আর ওই দলটির আমি মহাসচিব। বিএনপিতে ফেরার জন্য আমার কাছে প্রস্তাব এসেছে তবে এখনই ফিরছি এমনটি সত্য নয়। যেহেতু আমি একটি দলের মহাসচিব এখন পূণ:রায় যদি বিএনপি ফিরে যাই সেখানে আমাদের সম্মান জনক পদও থাকতে হবে। বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম