1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দাম বেশি পেয়ে মাগুরার কৃষকরা পেঁয়াজ চাষ বাড়িয়েছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি  ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কুবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ নবীগঞ্জ ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষক ও তার ভাই’ মোবাইল একাউন্টে ঠাকুরগাঁওয়ে হরিপুরে চরম দুর্দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশ মালী পরিবারের সদস্যরা ! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত সুবিধা বঞ্চিত জনগণের পাশে থেকেই ইসমত আরার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা

দাম বেশি পেয়ে মাগুরার কৃষকরা পেঁয়াজ চাষ বাড়িয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ১৬২ বার

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহঃ
মাগুরার বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ উঠতে শুরু করলে ও দাম তেমন কমেনি। তাই মাগুরার কৃষকদের মাঝে পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ বেড়েছে অনেক। স্থানীয় বাজারে পেঁয়াজের দাম ওঠা নামা করছে, বর্তমানে ১০০ টাকা থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এরই মধ্যে অর্ধেকের বেশি জমিতে কৃষক পেঁয়াজের চারা রোপণও করেছে।
এ বছর মাগুরাতে ৬ হাজার ৩ শত ২০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মাগুরা কৃষি অধিদপ্তর ।
আর এ পরিমাণ জমি থেকে এ বছর প্রায় ১ লাখ ১০ হাজার ১০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। ।
গত বছরের শেষ দিকে কৃষকরা পেঁয়াজের ভালো দাম পায়। এখন বাজারে যে ‘মুড়ি কাটা পেঁয়াজ আসছে, সেটিরও আশানুরূপ দাম পাচ্ছেন কৃষকরা।
মাগুরা কৃষি বিভাগ সূত্র মতে, এ বছর দুই-তৃতীয়াংশ জমিতে এরই মধ্যে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে।
আবহাওয়া ভালো থাকলে কয়েক দিনের মধ্যে বাকি জমিতেও রোপণের কাজ শেষ হবে। নতুন এই পেঁয়াজ বাজারে আসতে আড়াই থেকে তিন মাস সময় লাগবে। তত দিন বর্তমানে বাজারে আসা পেঁয়াজেই চলে যাবে। ফলে মাগুরার বাজারে আর নতুন করে পেঁয়াজের সংকট সৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত । সরেজমিনে দেখাগেছে,, বিষ্ণুপুর, খালিয়া খড়িচাল, বারই পাড়া, খামারপাড়া, বরিশাট, শ্রীপির, মদনপুর গোয়ালপাড়া,কালিনগর, নবগ্রাম, চাকদা মাশালিয়া নাকোল সহ আরো অনেক গ্রামে মাঠের পর মাঠে কৃষকরা পেঁয়াজ রোপনের কাজ করছেন, এমনকি অনেক কৃষক নতুন ঘরের মেঝেতে ও পেঁঁয়াজ রোপন করেছে।
শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের পেঁয়াজ চাষি মোঃ সাইদুল সেখ জানান, ‘আমি এবছর ২০০ শতক জমিতে পেঁয়াজের চাষ করেছি। গতবছর মাত্র ৫০ শতক জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। আশাকরি ফলন ভালো হলে ৪০০ মনের উপরে পেঁয়াজ পাবো।’
নবগ্রাম গ্রামের কৃষক মোল্লা শফিকুল ইসলাম জানান, ‘আমি প্রতিবছরই পেঁয়াজ চাষ করি, গত বছর ১০৫ শতক জমিতে পেঁয়াজ লাগিয়েছিলাম এ বছরও ১২৯ শতক জমিতে পেঁয়াজ চাষ করেছি। শতক প্রতি ৪০০/ ৫০০ টাকা করে খরচ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আশা করছি ২৫০ /২৬০ মনের কাছাকাছি পেঁয়াজ পাবো।’
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন জানান, ‘এ বছর ভালো দাম পেয়ে পেঁয়াজ চাষিদের মুখে হাসি ফুটেছে। এ কারণে গত বছরের চেয়ে এ বছর পেঁয়াজ চাষে চাষিদের বেশি আগ্রহী দেেখা যাচ্ছে।
এবছর পেঁয়াজের দাম বেশী হওয়ার কারণে শ্রীপুরের পাশাপাশি মাগুরা সদর, মোহাম্মদপুর এবং শালিখা উপজেলার কৃষকরাও পেঁয়াজ চাষে ঝুঁকছে।
শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মোঃ হাসিবুর রহমান রিপন জানান, – আমি একজন ব্যবসায়ি- গতবছর অনেক চড়া দামে পেঁয়াজ কিনে খেয়েছি তাই এবার বাধ্য হয়েই আঙ্গিনা সহ বাড়ীর আশেপাশের কয়েেক শতক জমিতে পেঁয়াজ লাগিয়েছি’
শ্রীপর সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু শ্যামল কুমার জানান, ‘চাহিদা ও বাজার মূল্য বেশি থাকায় এবছর কৃষকরা বেশি পরিমাণ পেঁয়াজের আবাদে আগ্রহী হয়েছ। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন আশা করছি।’
শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা জানান– এ বছর শ্রীপুর উপজেলায় পেেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ২৮৫০ হেক্টর জমিতে কিন্তু কৃষক পেঁঁয়াজের দাম বেশি পাওয়ায় এখন পর্যন্ত রোপন হয়েেছে ৫৪৯৫ হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিিগুন। চাষীদেরকে শ্রীপুর কৃষি বিভাগ সার্বিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এ বছর পেঁয়াজের চারার দাম ও চাষিদের ক্রয় সীমার মধ্যে আছে ,আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন আশা করছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম