1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটগ্রহণ শেষ হয়নি, এরমধ্যেই পুনর্নির্বাচনের দাবি জানালো বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

ভোটগ্রহণ শেষ হয়নি, এরমধ্যেই পুনর্নির্বাচনের দাবি জানালো বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ২৫৪ বার

সোহেল মাহমুদ, চট্টগ্রাম :
ভোটগ্রহণ শেষ হয়নি, এরমধ্যেই পুনর্নির্বাচনের দাবি জানালো বিএনপি
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা কেন্দ্র দখল করে ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। পাশাপাশি নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনেরও দাবি জানান তিনি।

আজ সোমবার দুপুর ১টায় নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

এ সময় আবু সুফিয়ান বলেন, ‘এ সরকারের আমলে কোনো নির্বাচন যে সুষ্ঠু হবে না, তা আরো একবার জনগণ দেখলো। প্রত্যেক কেন্দ্রের সামনে আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান নিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের কোনো পরিবেশ না পেয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। ভোটের নামে মানুষের ট্যাক্সের টাকা খরচ করার কোনো মানে হয় না।’

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net