1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ১৪ বছর পরে পুনঃ বহাল হলেন মাতৃভাষা কলেজের অধ্যক্ষ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

শরণখোলায় ১৪ বছর পরে পুনঃ বহাল হলেন মাতৃভাষা কলেজের অধ্যক্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ২৯৩ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
শরণখোলায় মাতৃভাষা কলেজের প্রতিষ্ঠাতা নিয়ে দন্ধের জেরে বরখাস্ত হওয়া অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদার ১৪ বছর পরে পুনঃ বহাল হলেন। গত ১৫ জানুয়ারী হাইকোটের এক আদেশে যশোর শিক্ষা বোর্ডের পুনঃ বহালের নির্দেশ কার্যকর হয়।
রোববার সকালে মাতৃভাষা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের এক লিখিত অভিযোগে জানান, বিএনপি জামাত জোট সরকারের সময় জামায়তের এমপি মুফতি আঃ সাত্তারের ক্ষমতায় মাওলানা মুহাম্মদ মতিউর রহমান মতিন নিজে মাতৃভাষা কলেজের প্রতিষ্ঠাতা হওয়ার ষড়যন্ত্র করেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে কলেজ থেকে বরখাস্ত করে মতিন বেআইনি ভাবে কলেজের প্রতিষ্ঠাতা হন।
নজরুল ইসলাম বরখাস্তের প্রতিকার চেয়ে যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বোর্ড থেকে তাকে অধ্যক্ষ পদে পুনঃ বহালের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে মতিউর রহমানের ঘনিষ্টজন জাহাঙ্গীর হোসেন মুন্সি বাগেরহাট দেওয়ানী আদালতে দেঃ ৩১/২০১০ মামলা দায়ের করেন এবং ১০/০৭/২০১১ তারিখে একতরফা রায় ও ডিগ্রী হাসিল করেন। উক্ত রায়ের বিরুদ্ধে নজরুল ইসলাম তালুকদার বাগেরহাট জেলা জজ আদালতে দেঃ ১২৪/১১নং আপীল করে গত ০৫/০১/২০১৭ তারিখে নিজের পক্ষে রায় ও ডিগ্রী লাভ করেন। এ রায়ের বিরুদ্ধে মামলার বাদী জাহাঙ্গীর হোসেন মহামান্য হাইকোর্টে ৫৬৪ নং আপীল মামলা দায়ের করেন। দীর্ঘ আইনী লড়াইয়ের পরে মামলার চুড়ান্ত বিচারে গত ১৫ জানুয়ারী বিচারপতি আশিষ রঞ্জন দাসের একক বেঞ্চ এক আদেশে বাগেরহাট সহকারী জজ আদালতের দেঃ ৩১/২০১০ নং মোকর্দ্দমার রায় ও ডিগ্রী রদ রহিত ও খারিজ করে দেন। ফলে দীর্ঘ ১৪ বছর পরে মাতৃভাষা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার কলেজে পুনঃ বহাল হলেন। তবে কলেজে যোগদান করতে না করতে তাকে প্রতিপক্ষরা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যাচ্ছেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিয়ার রহমান ষড়যন্ত্র করছেন বলে তিনি অভিযোগ করেন।
জানতে চাইলে ভারপ্রপ্ত অধ্যক্ষ মোঃ অলিয়ার রহমান বলেন, হাইকোর্টের রায় পাওয়ায় তাকে অভিনন্দন জানাই। আমি কোন ষড়যন্ত্র করি না। তিনি তার দায়ীত্ব পালন করবেন তাতে আমার কোন সমস্যা নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net