আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
আজ সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোন কমান্ডার
লেফ্টেনেন্ট কর্ণেল কাজী মো,কাওছার জাহান (পিএসসিজি) এর নেতৃত্বে মানিকছড়ি উপজেলার মলঙ্গীপাড়া এলাকায় অসহায় মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে গেছেন পাহাড় থেকে পাহাড়ে। ত্রাণ পৌঁছে দিয়েছেন অসহায় মানুষের ঘরে ঘরে।এসময় মানিকছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল আহমেদ শুভ ও অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার বলেন করোনা মহামারি কে কেন্দ্র করে সাড়া দেশের মতো খাগড়াছড়ি জেলার পাহাড়ের প্রত্যন্ত অন্চলের মানুষের আয় রোজগার বন্ধ রয়েছে।এমতাবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী সিন্ধুকছড়ি জোন যৎসামান্য ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছি যাতে অসহায় মানুষগুলো খাবার খেয়ে কিছুদিন ঘরে থাকতে পারে। তিনি জানান সেনাবাহিনীর অধীনে অসহায় মানুষের জন্য সার্বিক সহায়তা অব্যাত থাকবে।