1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাচেলর ও গৃহহীনদের প্রতিদিন খাবার দিচ্ছে চবি ছাত্রদল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

ব্যাচেলর ও গৃহহীনদের প্রতিদিন খাবার দিচ্ছে চবি ছাত্রদল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৬৯ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
কোভিড-১৯ মোকাবিলায় চলমান অঘোষিত লকডাউনে বিপাকে পড়া চট্টগ্রামের ব্যাচেলর শিক্ষার্থীদের টানা ১৩ দিন ধরে রাতের খাবার ও ১ম রমজান থেকে প্রতিদিন ইফতার পৌঁছে দেয়ার পাশাপাশি ফ্লাইওভারের নিচে ও ফুটপাতে রাত কাটানো গৃহহীন অসহায় মানুষদের জন্য প্রতিদিন একবেলা খাবার সরবরাহ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি ও বিএনপি মনোনীত চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সহায়তায় ব্যাচেলর শিক্ষার্থীদের বাসায় খাবার পৌঁছে দেয়ার পাশাপাশি ২৫ শে এপ্রিল থেকে বহদ্দারহাট টু ওয়াসা মোড়, ২ নং গেইট-চকবাজার পর্যন্ত ফ্লাইওভারের নিচে, ফুটপাতে ও রেলস্টেশনে রাত কাটানো অসহায় মানুষদের জন্য প্রতিদিন আড়াই-তিনশত মানুষকে একবেলা খাবারের প্যাকেট দিচ্ছে টিম-চবি ছাত্রদল। ইফতারের আগে এবং ইফতারের পরে দুই ধাপে এসব খাবারের প্যাকেট পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে দেশব্যাপী ছাত্রদলের চলমান মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় লকডাউনের শুরু থেকে ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য আমরা রাতের খাবার পৌঁছে দিচ্ছি। পাশাপাশি চবি ছাত্রদলের বর্তমান ও সাবেক কিছু চবি ছাত্রলনেতাদের সমন্বয়ে তহবিল গঠন করে এবং বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সহায়তায় আমরা ক্যাম্পাস ও শহরে প্রায় দেড় শতাধিক পরিবারে মাঝে ঘরে ঘরে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি এবং দেয়া হচ্ছে। এছাড়া রোযা ও লকডাউনের কারণে খাবার যোগাড়ের পথ বন্ধ হয়ে যাওয়া গৃহহীণ অসহায় মানুষদের জন্য প্রতিদিন একবেলা খাবার সরবরাহ করছি। ”

দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সাক্ষরিত উক্ত বিবৃতিতে আরো জানানো হয়, ফোনকল ও গোপন তথ্য অনুসারে আজ সংকটে থাকা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এরকম প্রায় ২০ টা পরিবারে এবং আগামীকাল থেকে ক্যাম্পাসে আরো ৮০-১০০ টা পরিবারের মাঝে চবি ছাত্রদলের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে ঘরে ঘরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net