 
																
								
                                    
									
                                 
														
							 
                    মাহবুবুর রহমান : নোয়াখালী শরীফপুর ইউনিয়নে একদল দূর্বৃত্ত চেয়ারম্যানের গাড়ি গতিরোধ করে এলোপাতাড়ি তাদের উপর হামলা করে।
বুধবার গভীররাতে সুলতান মুনসির পূর্বদিকে ১ নম্বর ওয়ার্ডে ৬-৭ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চেয়ারম্যান সহ তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় স্থানীয় লোকজন সহ তিনজন আহত হয়।
পরে সকালে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিন্টু তার ওপরে হামলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং সম্মেলন শেষে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
একইসাথে তিনি এই ঘটনায় সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার দাবি এবং সুষ্ঠু বিচার দাবি জানান।