1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ২৪ হাজার ৩৮৫টি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল উপজেলা প্রাশাসন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান

শ্রীনগরে ২৪ হাজার ৩৮৫টি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল উপজেলা প্রাশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৩২ বার

আব্দুর রকিব.মুন্সীগঞ্জ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির (জিআর) আওতায় এ পর্যন্ত ২৪ হাজার ৩৮৫টি পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিভিন্ন খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে শ্রীনগর উপজেলা প্রশাসন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্যতেল, লবণ, চিনি, গুড়ো দুধ, সুজি ও সাবান।
বিশ্বব্যাপী মহামারি করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এই লক্ষ্যে করোনা মোকাবেলায় নি¤œবিত্ত, নি¤œ-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলোকে স্বাভাবিক পরিস্থিতিতে রাখতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য পৌঁছে দিচ্ছে সরকার। এরই ধারবাহিকতায় শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে গত মার্চ মাস থেকে শুরু হওয়া এসব খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস জানায়, উপজেলায় এ পর্যন্ত ১৮০০টি পরিবারকে ১০ কেজি চাল হারে চাল দেওয়াসহ ডাল, তেল, আলু, ২০০০টি পরিবারকে ডাল ও সাবান, ১০০ জন ভাসমান অসহায় মানুষকে ডাল ও আলু, ৫৭০০টি পরিবারকে চিনি প্রদানসহ মোট ২৩ হাজার ৫০০টি পরিবারকে ১০ কেজি হারে চাল দেওয়া হয়েছে। এছাড়াও ৫৯০ জন শিশুকে গুড়ো দুধ এবং ২৯৫ জন শিশুকে গুড়ো দুধের সাথে চিনি ও সুজি দেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার এ বিষয়ে জানান, পবিত্র ঈদ উল ফিতরের আগে সর্বশেষ ৭৪০০টি পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ১ কেজি হারে চিনি ক্রয় করে বিতরণের জন্য প্রদানকৃত নগদ টাকার সাথে এডিপি’র বরাদ্দের মাধ্যমে প্রত্যেক পরিবারের জন্য ১ প্যাকেট সেমাই ও ১টি করে সাবান দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন ও ৩৩৩ নম্বরে কল করে সহায়তা চাওয়া ব্যক্তিদের মধ্যেও স্থানীয় স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে অসহায়দের বাড়িতে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে। এই ধারা এখনও অব্যাহত রয়েছে।
ইউএনও মোসাম্মৎ রহিমা আক্তার এ সময় বলেন, করোনা মোকাবেলায় সরকারি ও বসেরকারিভাবে নিরলসভাবে নিয়োজিত কাজে মাঠ কর্মীদের তিনি ধন্যবাদ জানান। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশ মোতাবেক সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net