1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে ট্রাস্কফোর্স অভিযানে ৩৩ লক্ষ টাকার চা পাতা জব্দ ॥ আটক দুই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

চুনারুঘাটে ট্রাস্কফোর্স অভিযানে ৩৩ লক্ষ টাকার চা পাতা জব্দ ॥ আটক দুই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ১৬৬ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তীতে “চা চোরাচালান বন্ধ করুন, দেশীয় চা শিল্প রক্ষা করুন” এই শ্লোগানকে সামনে রেখে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের নেতৃত্বে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, বিজিবি ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, চুনারুঘাট থানার এএসআই ছাদেকুর রহমান।

সোমবার (২৯ জুন) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। চুনারুঘাট উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত এ ট্রাস্কফোর্সটি ওই বস্তীতে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম তল্লাশি করে আনুমানিক ১১ হাজার কেজি চা পাতা উদ্ধার করে জব্দ করে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাস্কফোর্সের অভিযানকালে ওই বস্তির নাইম টেডার্সের গুদাম থেকে আনুমানিক ১০৪ বস্তায় ৬ হাজার কেজি, ফজল টি ট্রেডার্সের গুদাম থেকে ৮৩ বস্তায় সাড়ে ৪ হাজার কেজি, রাসেল টি হাউজের গুদাম থেকে ১৫শ কেজি ও রহমান টি হাউজের গুদাম থেকে ২শ কেজি চা পাতা জব্দ করে বিজিবির তত্বাবধানে নিয়ে যান।

ঘটনাস্থল থেকে বস্তীর মৃত নুরুল ইসলামের পুত্র লিটন ও মানিক নামের দু’জনকে আটকও করা হয়। জব্দকৃত চা পাতাগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৩ লক্ষ টাকা।

ওই ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালিক পক্ষ জানান, তারা প্রত্যেকেই ৪০ থেকে ৫০ বছর ধরে সম্পূর্ণ বৈধভাবে তাদের চা পাতার ব্যবসা পরিচালনা করে আসছেন। তারা তাদের কাগজ পত্র ট্রাস্কফোর্সকে দেখিয়েছেন। ট্রাস্কফোর্স এগুলোকে বৈধ মনে করেন নি। তাদের দাবী জব্দকৃত মালামালগুলোর সঠিক সীজার লিষ্ট আদালতে দাখিল করলে তারা তাদের মালামালের বৈধতা প্রমান করে আদালত থেকে নিয়ে আসবেন।
এ বিষয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, ৫ টি গুদাম থেকে চা পাতা গুলো জব্দ করা হয়েছে। যারা এগুলো গুদামজাত করেছে তারা কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি যে কারণে মালামাল গুলো জব্দ করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ বলেন, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ট্রাস্কফোর্সের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net