1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় আবারও নতুন করে করোনা প্রজেটিভ আক্রান্ত ১১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীর রূপনগর, ট- ব্লকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন- মাহবুব আলম মন্টু  জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইসলামিক ও আধুনিকতার ছোঁয়ায় ইংলিশ ও বাংলা ভার্সনে ব্যতিক্রমী আল-ফালাহ এস আলী মডেল মাদ্রাসার যাত্রা শুরু  গণ অধিকার পরিষদের সভাপতি নুর সহ নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “সুশীল ফোরাম “ প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক রোববার নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ব্যবস্থা নেয়ার আশ্বাস ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত ডাকসু নির্বাচন: ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

আনোয়ারায় আবারও নতুন করে করোনা প্রজেটিভ আক্রান্ত ১১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১৮৯ বার

বদরুল হক;
আনোয়ারায় আবারও নতুন করে ১১ জন করোনা প্রজেটিভ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ জনে। অপরদিকে ২ দিনের রিপোর্টে কাফকোতে ১১ জন কর্মকর্তা আক্রান্ত হয়েছে বলে জানাগেছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্রে জানা গেছে, গত সোমবার ২১ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠানো হয়। গত সোমবার রাতে এসব পরীক্ষার ফলাফলে ১১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। আক্রান্তরা হলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রিদওয়ানুল হক (৫০), আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদা ইয়াসমিন(৪৫), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম (৫৫), মো. মিজানুর রহমান (৫৭),মো. লাতিফুর কবির (৩০), আলী আসগর (৫৩), এস কে নিয়ামুল কবির(৩৮), বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার বাসিন্দা মো. নোবেলের কন্যা মনি আক্তার (২৪), হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার ফেরদৌস মিয়া চৌধুরীর স্ত্রী তাসপিয়া তাসমিম (২০), বারখাইন ইউনিয়নের শাহ আলমের কন্যা রিনু আক্তার (২২) ও শোলকাটা এলাকার বাসিন্দা মনোরঞ্চন সিকদারের পুত্র কিরন সিকদার (৪৮)। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মী ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম শহরে সিএমপি চাঁদগাঁও শমশের পাড়া হাসপাতালের আইসোলেশনে ও অধ্যক্ষ রিদওয়ানুল হক শহরের বাসায় রয়েছে। বাকীরা নিজ নিজ বাসা বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছে।

এদিকে আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)তে দিনদিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহে কাফকো হাউজিং গেইটে কর্মরত আনসার সদস্য আক্রান্ত হওয়ার পর গত ১৩ জুন ৬ জন ও ১৫ জুন ৫ জনসহ ১১ জন কর্মকর্তা আক্রান্ত হয়।
আক্রান্তদের সাথে কথা বলে জানাযায়, তাঁদের ধারনা হাউজিং গেইটে কর্মরত আনসার সদস্য অথবা কারখানায় কাজ করার সময় আক্রান্ত কারো সংস্পর্শের কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্যে আনোয়ারা উপজেলা রেড জোনে পড়লেও লকডাউন করার সরকারি কোন নির্দেশনা আসেনি। তিনি আরো জানান, আনোয়ারায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের ১ জন চট্টগ্রাম শহরে আইসোলেশনে ও ১ জন বাসার হোম কোয়ারেন্টিনে রয়েছে। আনোয়ারার বসবাসরতদের শারীরিক অবস্থা ভাল থাকায় তারা হোম কোয়ারেন্টিনেই রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net