1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"এবার লকডাউন হলে মধ‍্যবিত্তরা আত্মহত্যা ছাড়া কোন গতি নেই বস।" - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দলের কোনোটি ‘উত্তীর্ণ’ হয়নি ৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু ভৈরবে বাসচাপায় দু’জন নিহত ঈদগাঁওয়ে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ নির্মীতব্য ‘জুলাই জাদুঘর’-এর সূতিকাগার হবে গণভবন: শফিকুল আলম

“এবার লকডাউন হলে মধ‍্যবিত্তরা আত্মহত্যা ছাড়া কোন গতি নেই বস।”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৯০ বার

ময়মনসিংহ থেকে ষ্টাফ রিপোর্টার শিব্বির আহমদের প্রতিবেদন : কথা হলো মধ‍্যবিত্ত পরিবারের উর্পাজন করা এক কর্তার সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক এই যুবক লকডাউন পরিস্থিতি আলোচনা করেই কাঁদলেন। লকডাউন হলে আমাদের কোন উপায় থাকেনা। আমরা কোন উপার্জনে বের হতে পারিনা। পারিনা কারও কাছে হাত পাততে। শুধুই চেখের পানি ঝড়াতে হয়।

মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এলাকা ভিত্তিক লকডাউন। এটা হলেও উপার্জন করে চলতে পারবো আমরা। চলতে ফিরতে পারা যায়। কম রোজগার হোক কিন্তু কারও দিকে চেয়ে থাকতে হয়না। চোখের জল পরেনা। অন্ততপক্ষে দু’বেলা ডাল ভাত খেয়ে চলা যায়। দোকান বাকী,ঘর ভাড়া বাকী, বিদুৎ বিল, গ‍্যাস বিল, এইসব অনেক কিছুই বাকী পরে আছে। ধীরে ধীরে তো আমাকেই পরিশোধ করতে হবে। আর যদি লকডাউন হয় তবে আবার সব বন্ধ হয়ে যাবে। চরম বিপাকে পরে যাবো আমরা এই মধ‍্যবিত্ত পরিবার। কাউকে কিছুই বলতে পারবো না। বন্ধ হবে আয় রোজগারের পথ। চলতে পারবোনা পরিবার পরিজন নিয়ে । পথে বসার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আপনিই বলেন ঐভাবে কি চলা যায়। মধ‍্যবিত্ত পরিবারের উপার্জনক্ষম এই যুবক এইসব বলতে বলতে চোখের জল থামাতে আর পারলো না। সরকার এব‍্যাপারে সদয় দৃষ্টি দিলে আমরা মধ‍্যবিত্তরা কারও কাছে আর হাত পাততে হবে না। কষ্ট করে চলা ভালো তবু হাত পাতা ভালো না। কথা আমার ও আমাদের একটাই। সবাই সচেতন ভাবে চললেই কিন্তু পুরো লকডাউন থেকে মুক্তি পাওয়া যায়। এলাকা ভিত্তিক লকডাউন হলেও চলা যায়।
অনেকে অনেক কথা বলে কারফিউ চাই, কারফিউ চাই, পুরোদেশ আবার লকডাউন চাই। ঐসব শোভাপায় শুধু ধন্নাট‍্য পরিবারের কিছু লোকজনের মুখে। যারা এইসব বলে তারা কখনও বলেনি ভাই আপনারা কার কাছে যাবেন কিছু টাকা নেন বেঁচে থাকলে পরে শোধ করে দিয়েন। আমাদের মত মধ‍্যবিত্তদের আনন্দ উল্লাসে মেতে থাকা ছাড়া কিছুই বঝিনা। আপনার সাংবাদিকরা আমাদের পাশে এসেছেন বলে দুটো কথা বলে মনে তৃষ্ণা মিটালাম। তবুও ভালো লাগলো। আর কিছু না পারেন জীবনের ঝুঁকি নিয়ে হলেও আপনারা আমাদের কথা গুলো তুলে ধরার চেষ্টা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net