1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় এখনো ইজারা হয়নি কোরবানীর পশুরহাট, হতাশায় ব্যবসায়ীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

পটিয়ায় এখনো ইজারা হয়নি কোরবানীর পশুরহাট, হতাশায় ব্যবসায়ীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৭৭ বার

গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম):
আর বেশি দিন নেই পবিত্র ঈদুল আযহার। এরইমধ্যেই পশুর বাজার ইজারার তোরজোর নেই প্রশাসনের। ফলে আগাম পশু বিক্রি নিয়ে হতাশায় রয়েছেন পশু ব্যবসায়ী ও খামারিরা। তারা বলছেন, প্রশাসন পশুর বাজার নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে না পারলে তারা প্রচুর লোকসানে পড়বে।

অপরদিকে পটিয়ার ইউএনও বলেছেন, সহসা বাজার ইজারা দেয়া হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা-বিক্রেতাদের বাজারে আসতে হবে।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ বছরও গরুর বাজার ইজারা বন্ধ থাকায় নতুন থানা হাটের পাশাপাশি উপজেলার কচুয়াই ইউনিয়নের অলিরহাটের গরুর বাজারে ক্রেতা ও বিক্রেতার আনাগোনা তেমন একটা চোখে পরছে না।

প্রতি বছর চট্টগ্রাম কক্সবাজার মহা সড়কের ভাইয়ের দীঘির পাড় হতে অলির হাট এলাকা পর্যন্ত গরুর বাজার বসানো হয়। বাজারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরুর ব্যবসায়িরা গরু ও মহিষ বিক্রির জন্য আনার সাহস পাচ্ছেনা। পবিত্র ঈদুল আযহা ও হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা উপলক্ষে এবার গরু ও ছাগলের বাজারের অবস্থা শোচনীয়।

জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর বাজার ছিল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ। খেলার মাঠ নষ্ট হওয়ার ইস্যুতে গত বছর থেকে সেখানে গরুর বাজার বন্ধ রয়েছে। গত বছরের ন্যায়এ বছরও পটিয়া-আনোয়ারা রোড ও বৈলতলী রোডে গরুর বাজার বসবে বলে পশু ব্যবসায়ীরা ধারণা করছেন।রাস্তার উপর গরু কেনাবেচার কারণে ক্রেতা ও বিক্রেতারা নানাভাবে দুর্ভোগে পড়েন।

কোরবানির পশু রাস্তায় বিক্রির কারণে পৌরসদরের কিছু অংশ, ছনহরা ও ভাটিখাইন এলাকার লোকজনের চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়। এ কারণে পটিয়া উপজেলায় অলিরহাট বাজারে গরু, মহিষ ও ছাগল এবার বেশি আসার কথা কিন্তু পরিস্থিতি অনুকূল নয়।

পটিয়ার শান্তির হাট মনসার টেক, আমজুর হাট, কমল মুন্সির হাট গরু, মহিষ ও ছাগলের বাজারের চিত্রও একই।

চট্টগ্রামসহ চারটি জেলায় কোরবানি পশুর হাট না বসিয়ে ডিজিটাল পদ্ধতিতে বেচাকেনার সুপারিশ করেছে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপ্রেক্ষিতে স্থায়ী পশুর হাটের বাদে আর কোন পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মে কোরবানি পশু বিক্রিরও উদ্যোগ নিয়েছে এ সেবা সংস্থাটি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পটিয়ার গবাদি পশুর হাটের আয়োজনকারীদের নিয়ে
(১৬ জুলাই) বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাটে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সরকার কর্তৃক নির্দেশিত সকল বিধি-নিষেধ মেনে হাট পরিচালনার জন্য সকলের সহযোগীতাও চেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net