1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদে প্রার্থী হলেন দক্ষ সংগঠক বেলাল মাহমুদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন

বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদে প্রার্থী হলেন দক্ষ সংগঠক বেলাল মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৬৭ বার

সৈয়দ নুরুল আফসার:
চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলা শাখার আহ্বায়ক পদে প্রার্থী হয়েছেন দক্ষ সংগঠক ও কর্মী বান্ধব ছাত্রনেতা বেলাল মাহমুদ।

তিনি স্কুলে পড়াশোনায় থাকাকালীন হতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বারা গঠিত বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।
ইতোমধ্যে ছাত্রনেতা বেলাল মাহমুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সমাজ বিনির্মানের ভাবনা ও বিএনপির ১৯ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালী কমল স্মৃতি সংসদ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে বেশ শুনাম কুড়িয়েছেন। সংগঠনটির ২০১৬ সালে প্রতিষ্ঠা লগ্ন হতে বেশ সুনামের সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও শিক্ষা মুলক কর্মসুচী বাস্তবায়ন করে আসছে।

জানা যায়, ছাত্রদলের এ কর্মীর বিরুদ্ধে সম্পুর্ণ রাজনৈতিক হয়রানিমুলক মিথ্যা মামলা রয়েছে প্রায় ডজন খানেক। ২০১৩ সালে তিনি দীর্ঘদিন কারাবন্ধি ছিলেন। জানা যায়, জেলে থেকে এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করতে হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার তথ্য সংগ্রহ কার্যক্রম গত বুধবার ৮ জুলাই নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন এ কার্যক্রম উদ্বোধন করেন।

নগরীর দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্য্যালয়ে অসংখ্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা ভীড় করেন, এসময় উপস্থিত নেতারা বলেন- যারা এই চরম দুঃসময়ে ছাত্রদলের কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য শত নির্যাতন, মামলা হামলাকে উপেক্ষা করে, ছাত্রদলের পতাকা তলে এক হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।

বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ প্রার্থী বেলাল মাহমুদ জানান আগামীতে দেশের গণতন্ত্র, সুশাসন, প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজপথে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সাধারণ ছাত্রদের যৌক্তিক দাবী আদায়ে সর্বদা প্রস্তুত থাকতে হবে। দলের দূঃসময়ে যারা আন্দোলন, সংগ্রামে রাজপথে ছিল হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তাদের মূল্যায়ন জোর দাবি জানাই। আমি কাঙ্ক্ষিত দায়িত্ব পেলে দল ও দেশের স্বার্থে লড়ে যাবো।

কর্মীবান্ধব এ নেতা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি হতে সদ্য এলএলবি অনার্স শেষ করে উচ্চতর কোর্সে রানিং আছেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা জজ আদালতে শিক্ষানবিস আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কে এম জামাল উদ্দীন জানান রাজনৈতিক কারণে জেল-জুলুমসহ নানাবিধ ত্যাগের মধ্য দিয়ে একজন পরীক্ষিত কর্মী হিসেবে বেলাল মাহমুদ নিজেকে প্রস্তুত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net