মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন।
করোনাভাইরাসে উপসর্গ নিয়ে তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নিবিড় পর্যবেণে নেয়া হয় এবং করোনা পরিার জন্য স্যাম্পলও সংগ্রহ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তার শোক জ্ঞাপন করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বর্তমান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, গবেষক, গোলাপগঞ্জ- বিয়ানীবাজার এর সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাওলানা রশীদ আহমদ।
এক শোক বার্তায় তিনি বলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক এর মৃত্যুতে দলের অপূরণীয় তি হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।